অমর একুশে বই মেলার উদ্বোধন আজ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১, ২০১৬, ১২:৩০ পিএম

অমর একুশে বই মেলার উদ্বোধন আজ

আজ ১লা ফেব্রুয়ারী সোমবার উদ্বোধন হবে মাসব্যাপী বাঙালির প্রাণের মেলা অমর একুশে বই মেলা ২০১৬। আজ বিকেলে বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সাথে শেষ হচ্ছে লেখক-পাঠক ও প্রকাশকদের দীর্ঘ এক বছরের অপেক্ষার প্রহর। এবারের বই মেলার সাথে বাড়তি আকর্ষন হিসাবে থাকছে বাংলা একাডেমির হীরকজয়ন্তী। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্য অতিথীদের মধ্যে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী আসাদুজ্জামান নূর, ব্রিটিশ কবি ও জীবনানন্দ অনুবাদক জো উইন্টার, চেক প্রজাতন্ত্রের লেখক-গবেষক রিবেক মার্টিন, আন্তর্জাতিক প্রকাশনা সমিতির (আইপিএ) সভাপতি ও সাধারণ সম্পাদক রিচার্ড ডেনিস পল শার্কিন এবং জোসেফ ফেলিক্স বুরঘিনো।

গত শনিবার বাংলা একাডেমির হীরক জয়ন্তি উৎযাপন ও অমর একুশে গ্রন্থমেলা ২০১৬ প্রাক্কালে আব্দুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাংলা একাডেমির মহা পরিচালক শামসুজ্জমান খাঁন এসব তথ্য জানান। শামসুজ্জমান খাঁন আরও বলেন, বাঙালি জাতিসত্তা ও বুদ্ধিবৃত্তিক উৎকর্ষের প্রতীক বাংলা একাডেমি। এ বছরের গ্রন্থ মেলার সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল বাংলা একাডেমির হীরক জয়ন্তি।

তিনি গ্রন্থ মেলা-২০১৬ এর আয়োজন সম্পর্কে বলেন, বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যানে সমন্বয়ে এবারের বই মেলা ব্যাপ্তি ৪ লক্ষ বর্গফুট। মেলায় ৪০২ টি প্রতিষ্ঠানকে ৬৫১ টি ইউনিট এবং বাংলা একাডেমিসহ ১৪ টি প্রকাশনা প্রতিষ্ঠানকে ৬ হাজার বর্গফুটের ১৫ টি প্যাভিলিয়ন বরাদ্ধ দেয়া হয়েছে। গ্রন্থ মেলার সোহরাওয়ার্দী উদ্যান অংশকে ১৫ টি গুচ্ছে সজ্জিত করার পাশাপাশি এর নামকরণও করা হয়েছে।

অমর একুশে গ্রন্থ মেলায় বাংলা একাডেমির নজরুল মঞ্চ ও সোহরাওয়ার্দী উদ্যানে নতুন বইয়ের মোড়ক উন্মোচনের ব্যবস্থা থাকবে। একাডেমি প্রাঙ্গনে শিলাইদহ কুঠিবাড়ির আদলে একটি লেখক কুঞ্জ নির্মান করা হয়েছে।

বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০১৫ প্রদান করবেন এবং সৈয়দ শামসুল হক রচিত ও বাংলা একাডেমি প্রকাশিত বঙ্গবন্ধুর বীরগাথা বইয়ের ব্রেইল ও অডিও সংস্করণের মোড়ক উন্মোচন করবেন। এসময় প্রধানমন্ত্রীর হাতে বাংলা একাডেমি প্রকাশিত আধুনিক বাংলা অভিধান তুলে দেয়া হবে।

মাসব্যাপী এ মেলা প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে। ছুটির দিন বেলা ১১টা থেকে রাত ৮টা এবং ২১-শে ফেব্রুয়ারি সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে মেলা। বইমেলায় বাংলা একাডেমি প্রকাশিত বইগুলো ৩০ শতাংশ কমিশনে এবং মেলায় অংশগ্রহণকারী অন্যান্য প্রতিষ্ঠানের বইসমূহ ২৫ শতাংশ কমিশনে বিক্রি করা হবে। মাসব্যাপী এ মেলা শেষ হবে ফেব্রুয়ারী মাসের ২৯ তারিখে।

গো-নিউজ২৪/বিইউ

গো নিউজ২৪

Link copied!