হাঁসতে চাই -মজার জোকস! ১৪ জানুয়ারী ২০১৬

নিউজ ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ১৪, ২০১৬, ০১:১৮ পিএম

হাঁসতে চাই -মজার জোকস! ১৪ জানুয়ারী ২০১৬

জোকস-১

ফুটপাতে এক বেকার কে শুয়ে থাকতে দেখে-
ভদ্রলোক : ঐ ব্যাটা আরামে ঘুমায়া আছোস, কাম করতে পারোস না?
বেকার : কাম কইরা কী করমু?
ভদ্রলোক : কাম করলে টাকা কামাইতে পারবি।
বেকার : টাকা কামাইয়া কী করমু?
ভদ্রলোক : টাকা কামাইলে বাড়ি-গাড়ি হইবো।
বেকার : বাড়ি-গাড়ি দিয়া কী করমু?
ভদ্রলোক: আরামে ঘুমাইতে পারবি।
বেকার : তো, আমি এতক্ষণ কী করতাছিলাম?

জোকস-২ 

এক কৃপণ গেছে চিরুনি কিনতে।
কৃপণ : ভাই, আমার একটা নতুন চিরুনি দরকার। পুরোনোটার একটা কাঁটা ভেঙে গেছে।
দোকানদার : একটা কাঁটা ভেঙে গেছে বলে আবার নতুন চিরুনি কিনবেন কেন? ওতেই তো চুল আঁচড়ে নেওয়া যায়।
কৃপণ : নারে ভাই, ওটাই আমার চিরুনির শেষ কাঁটা ছিল যে!

জোকস-৩

উকিল সাহেব বেশ হন্তদন্ত হয়ে বাড়ি ফিরলেন।
স্ত্রী : কোন দিকে চাঁদ উঠলো আজ! এত সকাল সকাল সাহেব যে বাড়ি চলে এলেন।  
উকিল : আগে তোমার যাবতীয় কাপড়-চোপড় আর গহনাগুলো শিগগিরই তোমার বাপের বাড়িতে রেখে আসো।   
স্ত্রী : ওমা সে কী! কেন?   
উকিল : আজ এক কুখ্যাত চোরকে বেকসুর খালাস দিয়ে এসেছি। সে নাকি সন্ধ্যার পরে কৃতজ্ঞতা জানাতে আসবে!

 

গো নিউজ২৪

Link copied!