খুলনা: খুলনায় বাসায় ঢুকে সাবেক খাদ্য কর্মকর্তার স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার রাত সোয়া ৮টার দিকে নগরীর ছোট বয়রা টেক্সটাইল মিল এলাকায় এ হত্যার ঘটনা ঘটে।
নিহত গৃহবধূর নাম সেফালী রানী ভৌমিক (৫৫)। তিনি খুলনা নগরীর ছোট বয়রা টেক্সটাইল মিল এলাকার বাসিন্দা ও সাবেক খাদ্য কর্মকর্তা মৃত গোবিন্দ চন্দ্রের স্ত্রী।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এসময় হত্যা ঘটনায় জড়িত সন্দেহে সজল (২৫) নামে একজনকে আটক করে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) অতিরিক্ত উপ-কমিশনার শেখ মনিরুজ্জামান মিঠু।
পুলিশ ও স্থানীয়রা জানান, রাত সোয়া ৮টার দিকে বাড়িতে একা ছিলেন সেফালী রানী ভৌমিক। এসময় ৪/৫ জন যুবক ওই বাড়িতে প্রবেশ করে সেফালী রানীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা থানায় খবর দিয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। পরে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ সজল নামের যুবককে আটক করে।
প্রতিবেশীরা জানায়, নিহতের স্বামী গোবিন্দ খাদ্য কর্মকর্তা হিসেবে চাকরি করতেন। কয়েক বছর আগে তিনি মারা যাওয়ার পরে ছোট ছেলেসহ সেফালী একাই বাড়িতে থাকতেন।
কেএমপির উপ কমিশনার শেখ মনিরুজ্জামান আরো জানান, আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হলে মূল ঘটনা জানা যাবে।
আপনার মতামত লিখুন :