ভর্তি বিজ্ঞপ্তির বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি!

ইলিয়াস আরাফাত, স্টাফ করেসপন্ডেন্ট, রাজশাহী

প্রকাশিত: নভেম্বর ৪, ২০১৭, ০৭:৫৪ পিএম

ভর্তি বিজ্ঞপ্তির বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি!

রাজশাহীর একটি নাসিং ইন্সটিটিউটের ভর্তি বিজ্ঞপ্তির বিলবোর্ডে প্রধানমন্ত্রীর শ্লোগান (উক্তি) ও ছবি ব্যবহার করা হয়েছে। যা নগরের রাজপাড়া থানার বহরমপুর এলাকায় সিটি বাইপাস সড়কের পাশে টাংগানো রয়েছে। যেটিকে প্রধানমন্ত্রীর অবমূল্যায়ন হিসেবে দেখছেন প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় আওয়ামী লীগ নেতারা।

মমতা নাসিং ইন্সটিটিউট নামে ওই প্রতিষ্ঠানের ভর্তি বিজ্ঞপ্তির বিলবোর্ডের শিরোনাম ‘ভর্তি চলছে, ৩ বছর মেয়াদী ডিপ্লোমা ইন নাসিং সায়েন্স এন্ড মিডওয়াইফারী’ এছাড়াও বিলবোর্ডের উপরে বাম পাশে লেখা হয়েছে বাংলাদেশ নার্সিং কাউন্সিল এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ অনুমোদিত। আর ডান পাশের উপরে প্রধানমন্ত্রীর ছবি দিয়ে তার শ্লোগান ব্যবহার করা হয়েছে।

মমতা নাসিং ইন্সটিটিউটের পরিচালক (প্রশাসন) মনিরুজ্জামান বলেন, ‘স্বাস্থ্য, শিক্ষা, হিউমিনিটি, উন্নয়নের চাবিকাঠি’ প্রধানমন্ত্রীর এই শ্লোগানের সঙ্গে তাদের প্রতিষ্ঠানের কর্মকান্ডের মিল রয়েছে। এ কারণে তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ও তার শ্লোগান ব্যবহার করা হয়েছে। স্থানীয় একজন শ্রমিক লীগ নেতার সঙ্গে পরামর্শ করে তাদের প্রতিষ্ঠানের বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ও তার শ্লোগান ব্যবহার করা হয়েছে বলে জানান তিনি। তবে ওই শ্রমিক লীগ নেতার নাম প্রকাশ করেন নি মনিরুজ্জামান।

শিক্ষা প্রতিষ্ঠানের ভর্তি বিজ্ঞপ্তির বিলবোর্ড, ব্যানার বা পোষ্টারে প্রধানমন্ত্রীর ছবি ব্যাবহার তাকে অবমূল্যায়ন করা বলে মনে করছেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেয়ার প্রশাসনের কর্মকর্তাদের জানাবেন বলে জানান তিনি।

রাজশাহী জেলা প্রশাসক হেলাল মাহমুদ শরীফ বলেন, ‘বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে’।


গো নিউজ২৪/এবি
 

গো নিউজ২৪

Link copied!