যুদ্ধাপরাধের দায়ে পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার

গোনিউজ২৪ ডেস্ক

প্রকাশিত: আগস্ট ১৮, ২০২৩, ১২:৪৯ পিএম

যুদ্ধাপরাধের দায়ে পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক যুদ্ধাপরাধী ইরাদত মোল্ল্যাকে (৮৫) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৩)।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) যশোরের কোতোয়ালি থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব-৩ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার ফারজানা হক জানান, একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত দীর্ঘদিন পলাতক ইরাদত মোল্ল্যাকে গ্রেপ্তার করা হয়েছে।

তার বিরুদ্ধে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে হত্যা, গণহত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগ, লুণ্ঠন, অপহরণের মতো বিভিন্ন যুদ্ধাপরাধের অভিযোগ রয়েছে।

ইরাদতের নামে আর্ন্তজাতিক অপরাধ ট্রাইব্যুনালে ২০২১ সালের একটি মামলা রয়েছে। পরে মামলার তদন্ত চলাকালে ট্রাইব্যুনালের মাধ্যমে কর্তৃক ইরাদতের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

এরপর থেকেই তিনি নিজ এলাকা ছেড়ে যশোরের কোতোয়ালি এলাকায় আত্মগোপনে চলে যান। সেখান থেকে ইরাদতকে গ্রেপ্তার করে র‍্যাব-৩।
                            
গোনিউজ২৪/আর এ জে

গো নিউজ২৪

Link copied!