কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলায় চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে। আকরব আলী নামে ওই শিক্ষককে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ওই প্রধান শিক্ষককে আটক করা হয়।
অষ্টগ্রাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম মোল্লা বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযোগের প্রেক্ষিতে প্রধান শিক্ষককে আটক করা হয়েছে।
এলাকাবাসী জানায়, উপজেলা সদরের ঋষিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকরব আলী গতকাল সোমবার সকালে ওই স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্রীকে স্কুলের ছাদে নিয়ে ধর্ষণ করে। রক্তাক্ত অবস্থায় শিশুটি বাড়িতে গিয়ে তার মাকে ঘটনা জানালে তাকে অষ্টগাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এ ব্যাপারে মেয়েটির মা থানা পুলিশের কাছে একটি অভিযোগ করলে পুলিশ ওই প্রধান শিক্ষকে আটক করে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি।
গো নিউজ২৪/এএইচ
আপনার মতামত লিখুন :