‘এম এস ধোনি— দ্য আনটোল্ড স্টোরি’-কে গ্রিন সিগন্যাল দিয়েছেন ধোনি। সপরিবারে তাকে নিয়ে তৈরি ছবি দেখলেন মহেন্দ্র সিংহ ধোনি। ছিলেন স্ত্রী সাক্ষীসহ পরিবারের অন্য সদস্যরা।
আপাতত ছবিটি রাশ তৈরি। সপরিবারে মহেন্দ্র সিংহ ধোনিকে সেই ছবি দেখিয়েছেন নীরজ। জানা গিয়েছে, ছবিটি ধোনি এবং তাঁর পরিবারের অত্যন্ত ভাল লেগেছে। তাঁদের কোনও আপত্তি নেই। বিশেষ করে পরিচালক নীরজ পাণ্ডে যেভাবে ছবিটির ট্রিটমেন্ট করেছেন, তাতে ধোনির পরিবার মুগ্ধ।
মহেন্দ্র সিংহ ধোনির অনুমতি আগেই পাওয়া গিয়েছিল। শুরু হয়েছিল সুশান্ত সিংহ রাজপুতকে নিয়ে শুটিং।
জানা গিয়েছে, পরিচালক নীরজ পাণ্ডে এবং সুশান্তের সঙ্গে শুটিং-পর্বে রীতিমতো ঘনিষ্ঠ যোগাযোগ ছিল ধোনির। প্রতিটি ক্ষেত্রেই ধোনি সাহায্য করে গিয়েছেন ফিল্মের টিমকে।
গো নিউজ২৪/এম
আপনার মতামত লিখুন :