আরামে এবং কম সময়ে যাত্রা করার জন্য অধিকাংশ মানুষই বিমানযাত্রা পছন্দ করেন। কিন্তু সেই বিমানেই যদি হঠাৎ এসি বন্ধ হয়ে যায়, তাহলে যাত্রীদের নাভিশ্বাস ওঠার মতো অবস্থা হয়। গতকাল রবিবার এরকমই ঘটল বাগডোগরা থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার বিমান AI- 880 তে।
দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার এই বিমানে হঠাৎই এসি বন্ধ হয়ে যায়। তখন গরমে হাঁসফাঁস করতে করতে কেউ রুমাল, কেই বই, কেউ খবরের কাগজ বের করে হাতপাখার মতো ব্যবহার করে, নিজেদের হাওয়া দিতে লাগলেন। যাত্রীদের নিজেদের হাওয়া করার ভিডিও একটি সংবাদ সংস্থা-সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আপলোড হয়।
সেই ভিডিও-তে দেখা যায় যে, গরমে ব্যতিব্যস্ত হয়ে যাত্রীরা বিমানের কর্মীদের কিছু ব্যবস্থা নিতে বলেন। কিছুক্ষণের মধ্যেই এসি ঠিক হয়ে যাবে বলে আশ্বাস দেন কর্মীরা। যদিও বিমান দিল্লি পৌঁছনো পর্যন্ত এসি ঠিক হয়নি। কয়েকজন যাত্রী বিমানের অক্সিজেন মাস্ক পরারও চেষ্টা করেন। কিন্তু সেগুলিও কোনও কাজ করছিল না বলে যাত্রীরাই জানান।
এসি বন্ধ হয়ে যাওয়ার পরে, ঠিকঠাক ভাবে বিমানটি ল্যান্ড করতে পারবে কি না, তা নিয়ে আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। বিমানেই ছিলেন হাঁপানি রোগী দেবস্মিতা। তিনি বলেন, ‘‘আমি যখন বুঝতে পারলাম যে এসি চলছে না, অক্সিজেন মাস্কও কাজ করছে না, তখন আমি বিমানকর্মীদের কাছে অক্সিজেন সিলিন্ডার চাই। আমি ঠিকঠাক ভাবে নিশ্বাস নিতে পারছিলাম না। কিন্তু জানতে পারলাম যে, অক্সিজেন সিলিন্ডারও ফাঁকা পড়ে রয়েছে।’’
এয়ার ইন্ডিয়ার মুখপাত্র জানান, রবিবার দুপুর ১.৫৫-তে বাগডোগরা বিমানবন্দর থেকে যাত্রা শুরু করে AI- 880 এবং ঠিক সময়ে এবং নিরাপদে দিল্লিতে ল্যান্ড করে। যদিও বিশেষজ্ঞরা জানান, এসি ছাড়া বিমান চালালে পাইলটরা অনেক সময়ে টেক অফ করতে পারেন না। ফলে এয়ার ইন্ডিয়ার বিমান পরিষেবা ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।
গো নিউজ২৪/এআর
আপনার মতামত লিখুন :