মিয়ানমারের ঐতিহাসিক নির্বাচনে অং সান সু চির দল এনএলডির কাছে হার মেনেছে সেনাসমর্থিত ক্ষমতাসীনরা। সুচির এ জয়ের মধ্য দিয়ে মিয়ানমারে কয়েক দশকের সেনা শাসনের অবসান ঘটতে যাচ্ছে।
২০১১ সাল থেকে সেনা ছত্রছায়ায় ক্ষমতায় থাকা ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেমোক্রেটিক পার্টির (ইউএসডিপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান হতে উ সোমবার রয়টার্সকে বলেন, “আমরা হেরে গেছি।”
২৫ বছর পর সব দলের অংশগ্রহণে এ নির্বাচন অনুষ্ঠিত হয় রোববার। সোমবার ভোট গণনা চলছে। সরকারিভাবে ফল ঘোষণা না করার আগেই ক্ষমতাসীনরা নিজেদের হার মেনে নিল। এর আগে আর বর্তমান সেনা নিয়ন্ত্রিত সরকারের প্রেসিডেন্ট থিয়েন শিয়েন আশ্বাস দিয়েছিলেন, ফলাফল যাই হোক, তাকে ‘সম্মান জানানো’ হবে।
প্রাথমিক ফলাফলে জানা গেছে, সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) দাবি, মধ্যাঞ্চলের জনবহুল এলাকায় পড়া ভোটের ৮০ শতাংশই তারা পেয়েছে। নির্বাচনে সু চির দল বিপুল বিজয় পাবে বলে ধারণা বিশ্লেষকদেরও।
বাংলাদেশ সময়: ২০।৩৪ ঘণ্টা, ০৯ নভেম্বর ২০১৫
আপনার মতামত লিখুন :