কাতালোনিয়ার বরখাস্ত নেতা কার্লোস পুজেমন ও তার চার সহযোগীর বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেছেন আদালত। তবে যাদের বিরুদ্ধে পরোয়ানা জারি হয়েছে তারা বর্তমানে বেলজিয়ামে অবস্থান করছেন।
বেলজিয়ামের অফিস জানিয়েছে, তারা এখন এই পরোয়ানার বিষয়টি পর্যালোচনা করছে। এই পাঁচ নেতা বৃহস্পতিবার ম্পেনের রাজধানী মাদ্রিদে আদালতে হাজিরা দেননি।
গত সপ্তাহের শুরুর দিকে পুজেমনসহ বাকি চার নেতার বিরুদ্ধে স্পেন সরকার রাষ্ট্রদ্রোহ ও উস্কানি দেওয়ার অভিযোগ আনলে তারা বেলজিয়ামে চলে যান। তবে পুজেমন জানিয়েছেন, ন্যায় বিচার করা হবে এমন নিশ্চয়তা না পেলে তিনি স্পেনে ফিরবেন না।
এর আগে শুক্রবার কাতালোনিয়ার আঞ্চলিক সরকারের ক্ষমতাচ্যুত নয় নেতাকে আটক করে জেলে নেয়া হয় এবং এই ঘটনার প্রতিবাদে বার্সেলোনাসহ কাতালোনিয়ার বড় শহরে বিক্ষোভ সাধারণ লোকজন। আটককৃতদের মধ্যে একজনকে ৫০ হাজার ইউরোর বিনিময়ে জামিন দেয়া হয়েছে।
স্পেন থেকে জারি করা ইএডব্লিউ বেলজিয়ামের সরকারি প্রসিকিউটরদের কাছে পাঠানো হয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে তারা জানাবেন, গ্রেফতারি পরোয়ানা ঠিক আছে কি না। তারা যদি সঠিক মনে করেন, তাহলে বেলজিয়ামের আদালতে উঠাবেন বিষয়টি এবং আদালত ঠিক করবেন, পুজেমন ও তার চার সহযোগীকে গ্রেফতার করা হবে কি না।
ইউরোপীয় আইন অনুযায়ী, এ প্রক্রিয়ায় গ্রেফতার হলে সর্বোচ্চ ৬০ দিনের মধ্যে তাদের স্পেনে পাঠাতে বাধ্য বেলজিয়াম। তবে সন্দেহভাজনরা যদি কোনো আইনি চ্যালেঞ্জে না যান, তাহলে তাদের প্রত্যর্পণ আরো দ্রুত হতে পারে।
যদি কোনো দেশ মনে করে প্রত্যর্পণ করা হলে সন্দেহভাজন আসামির মানবাধিকার লঙ্ঘন হতে পারে, তাহলে তারা প্রত্যর্পণ নাও করতে পারে। ন্যায় বিচার পাওয়ার ক্ষেত্রে বাধা রাজনীতি, ধর্ম বা জাতিগত যেকোনো ধরনের বৈষম্যের ক্ষেত্রে মানবাধিকার লঙ্ঘনের বিষয়গুলো আমলে নিতে পারে ইইউ দেশগুলো।
আটককৃতদের বিরুদ্ধে স্পেনের কৌঁসুলিরা রাষ্ট্রদ্রোহ এবং জনগণকে বিক্ষোভে অংশ নিতে উস্কানি দেয়া এবং সরকারি তহবিল অপব্যবহারের অভিযোগ এনেছে। স্পেনের স্বায়ত্তশাসিত এলাকা কাতালোনিয়ায় স্বাধীনতার দাবীতে গত পয়লা অক্টোবর একটি গণভোট অনুষ্ঠিত হয়। যে নির্বাচনের সিংহভাগ ভোটার স্বাধীনতার পক্ষে রায় দেয়, যদিও ভোটারের সংখ্যা ছিল অর্ধেকেরও কম।
এর কয়েকদিন পরই স্বাধীনতার ঘোষণা করে কাতালোনিয়ার আঞ্চলিক পার্লামেন্ট, কিন্তু কেন্দ্রীয় সরকার সেই ঘোষণাকে অসাংবিধানিক ঘোষণা দিয়ে কেন্দ্রের শাসন জারি করে।কাতালোনিয়র জনসংখ্যা ৭৫ লাখ। সূত্র: বিবিসি
গোনিউজ২৪/কেআর
আপনার মতামত লিখুন :