প্রেমিকাকে ভোলার উপায়

গো নিউজ২৪

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৫, ২০২৩, ১২:৫৩ পিএম

প্রেমিকাকে ভোলার উপায়

ছ্যাঁকা খাওয়া এক প্রেমিককে সান্ত্বনা দিচ্ছে তার বন্ধু।

সান্তনা দেওয়া বন্ধুঃ   আরে ধুর,সুমি কোনো মেয়ে হলো? ওর মতো মেয়েকে ভুলতে কয় দিন লাগে? তুই আবার মনের মতো কাউকে পেয়ে যাবি।’

প্রেমিকঃ হতাশ হওয়া প্রেমিক দীর্ঘশ্বাস ছেড়ে বললো, ‘ভোলার উপায় নাই রে, গত মাসে আমি ওকে ইনস্টলমেন্টে অনেক কিছু কিনে দিয়েছি।’

গোনিউজ২৪/ আর এ জে

গো নিউজ২৪

Link copied!