মাকে কষে রোবটের চড়, বাবা অজ্ঞান

নিজস্ব প্রতিনিধি:

প্রকাশিত: ডিসেম্বর ৪, ২০১৮, ০৬:২৬ পিএম

মাকে কষে রোবটের চড়, বাবা অজ্ঞান

বাড়িতে রোবট কিনে আনলেন কর্তা বাবু। রোবটের কাজ হলো যে মিথ্যা বলবে তার গালে চড় মারা।

ছেলে অনেক রাত করে বাড়ি ফিরেছে-

বাবাঃ এতো রাতে কোথায় ছিলে?
ছেলেঃ বন্ধুর বাড়ি।

রোবট এসে ছেলেকে কষে দিলো চড়।

চড় খেয়ে ছেলে সত্য বললো, সে পাশের দোকানে সিগারেট খেতে গিয়েছে।

বাবা রেগে বললো, তোর এতো বড় সাহস এই বয়সে সিগারেট খাস? তোর বয়সে আমি সিগারেট হাত দিয়ে ধরেনি কখনো।

এবার রবোট এসে বাবাকে দিলো চড়।

ছেলের সামনে বাবাকে চড় খেতে দেখে মা এসে বললো, বাদ দাও তো, তোমারি তো ছেলে।

এবার রবোট এসে মাকে কষে একটা দিলো।

এটা দেখে বাবা অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেলো...

গো নিউজ২৪/আই

গো নিউজ২৪

Link copied!