প্রেমিকা যখন বসের মেয়ে

গোনিউজ২৪ ডেস্ক

প্রকাশিত: আগস্ট ৫, ২০২৩, ১২:০৪ পিএম

প্রেমিকা যখন বসের মেয়ে

পল্টু অফিসে ঢুকতে দেরি করেছে। বস এরই মধ্যে কয়েকবার তাকে খোঁজ করেছেন। পল্টুকে না পেয়ে রেগে আগুন হয়ে আছেন তিনি। ছুটতে ছুটতে অফিসে ঢুকলো পল্টু—
বসঃ এতক্ষণ কোথায় ছিলে?
পল্টুঃ স্যার, গার্লফ্রেন্ডকে কলেজে পৌঁছে দিতে গিয়েছিলাম।
বসঃ কাল থেকে সময়মতো অফিসে না এলে চাকরি নট!
পল্টুঃ ঠিক আছে স্যার, কাল থেকে তাহলে আপনার মেয়েকে আপনিই কলেজে পোঁছে দেবেন।

গো নিউজ২৪

Link copied!