ঝালকাঠিতে লঞ্চের অগ্নিকাণ্ড দেখতে আসার পথে কাঁঠালিয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় পারভেজ (১৮) ও হাসিব (২২) নামের দুই বন্ধুর মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেল সোয়া ৪টার দিকে উপজেলার কচুয়া বাজার এলাকায় রাস্তার পাশে বিদ্যুতের খুঁটির সঙ্গে তাঁদের মোটরসাইকেল ধাক্কা খেলে দুজনেই ছিটকে পড়ে গুরুতর আহত হন। তাঁদের রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতপারভেজ কাঁঠালিয়া উপজেলার আমুয়া এলাকার খোকনের ছেলে এবং হাসিব মঠবাড়িয়া ছোট শৈউলা এলাকার ফারুক আকনের ছেলে। রাজাপুর থানা-পুলিশ সন্ধ্যায় ৬টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে লাশ উদ্ধার করে।
কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ আলী বলেন, লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা করা হবে।
আপনার মতামত লিখুন :