ঢাকা : কেমন আছো টিনএজ বন্ধুরা। ঈদের দিনে চাই ইজি হেয়ার স্টাইল? নট পনিটেইল একটি অতি সিম্পল এবং আকর্ষণীয় একটি হেয়ারস্টাইল। এটি একটি টিনএজ লুক হেয়ারস্টাইল, টিনেজার মেয়েদের সিম্পলভাবে হেয়ারস্টাইল করলেই বেশি ভালো দেখায়।
এতে বিশেষ কিছুই লাগবে না, চুল একটু লম্বা হতে হবে আর সাথে হেয়ার ব্রাশ ও হেয়ার ক্লিপ থাকলেই আপনি এটি করে ফেলতে পারবেন।
পদ্ধতি :
(১) প্রথমে চুল ভালোভাবে আঁচরে নিতে হবে, এক্ষেত্রে আপনি উষ্কখুষ্ক ভাব সরাতে হেয়ার ক্রিম ব্যবহার করতে পারেন। এরপর চুল একপাশে এনে একে দুটি ভাগে ভাগ করে নিতে হবে।
(২) এবার চুলে নট বাঁধার মত করেই নট করতে হবে। প্রথম নটটি দেয়ার পর দ্বিতীয়টি দিয়ে ফেলতে হবে।
(৩) নটের শেষ মাথায় ইলাস্টিক ব্যান্ড দিয়ে আঁটকে দিতে হবে। এবার নটটি পিন দিয়ে আঁটকে দিতে হবে।
(৪) এবার কিছুটা ট্রেন্ডি ভাব নিয়ে আসতে নটের নিচের চুলে হালকা টিজিং করে ফেলতে হবে।
ছবি – গ্লামজ্জল.কম
লিখেছেন – সারাহ
গো নিউজ২৪/আই
আপনার মতামত লিখুন :