স্মার্টফোনের নেশা কমিয়ে দিচ্ছে সেক্স

নিউজ ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ২০, ২০১৮, ১২:০০ পিএম

স্মার্টফোনের নেশা কমিয়ে দিচ্ছে সেক্স

আপনি কি সারাদিনই নিজের স্মার্টফোনে ব্যস্ত থাকেন? আর তার ফলে অবহেলিত হচ্ছে আপনার সেক্স লাইফ? গবেষকরা জানাচ্ছেন, নতুন প্রজন্মের ৩১ শতাংশ ছেলে মেয়েই দিনে ১০০ বারেরও বেশি নিজেদের ফোন চেক করেন৷

স্মার্টফোন তাদের এতটাই ব্যস্ত রাখে যে পরিবার, বন্ধু সব কিছুর থেকেই তারা বিচ্ছিন্ন হয়ে পড়ছে৷ একই বিষয় ঘটছে সেক্সের ক্ষেত্রেও৷ সোশ্যাল মিডিয়ায় এখন অনলাইন ডেটিং, বন্ধুত্বের মধ্যেই সঙ্গ, ইমোশনাল সংযোগ খুঁজে নিচ্ছেন মিলেনিয়ালরা৷ যার ফলে বাইরে বেরিয়ে বন্ধুত্ব করা, সেক্স, সম্পর্ক সবই তাদের কাছে অপ্রয়োজনীয় হয়ে পড়ছে৷ দাম্পত্য, ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রেও স্মার্টফোনে ব্যস্ততা দূরত্ব বাড়াচ্ছে সেক্সে৷

তবে নতুন প্রজন্মের অধিকাংশই সোশ্যাল মিডিয়ায় আসক্ত হলেও খুব কম সংখ্যক রয়েছেন যারা এদের মধ্যে পড়েন না৷ কিন্তু তাদের মধ্যেও নিয়মিত যৌন সম্পর্কে লিপ্ত হওয়ার পরিমাণ আগের প্রজন্মের থেকে অনেকটাই কম৷ কাজেই শুধু স্মার্টফোনকেই দায়ী করলে চলবে না৷ কাজের চাপ,ব্যস্ততা,স্ট্রেস, অন্য রকম বিনোদনের হাতছানি তাদের দূরে সরিয়ে দিচ্ছে সেক্স থেকে৷

গোনিউজ২৪/এমএএস

গো নিউজ২৪

Link copied!