রবিউলের কথায় ও মিল্টন খন্দকারের সুরে ইউসুফের নতুন গান ‘মরণ’   


বিনোদন প্রতিবেদক: প্রকাশিত: এপ্রিল ২৬, ২০১৯, ০৬:৫৯ পিএম
রবিউলের কথায় ও মিল্টন খন্দকারের সুরে ইউসুফের নতুন গান ‘মরণ’   

একদিন মৃত্যুর স্বাদ সবাইকেই গ্রহন করতে হবে। কিন্তু  জীবন চলার পথে আমরা ভুলে যাই এমন সত্য কথাটি। এই পৃথিবীর মায়া মমতা ও ভালবাসায় আচ্ছন্ন থেকে রূপ যৌবন ও পেশিশক্তির প্রভাব এবং আত্ম অহংকারে ভুলে যাই মরণের কথা। ভাবতেও চাই না একদিন এই মায়ার জগত ছেড়ে চলে যেতে হবে। আজ মৃত্যু হাতছানি দিয়ে ডাকছে। জীবনের মৃত্যুর এমন সন্ধিক্ষণে জীবনের অতীত যেনো চোখের সামনেই ফুটে উঠেছে। 

মাথার চুলে পাক ধরেছে/ চোখের নজর কমে গেছে/ বাহুতে নাই বল/ মরণ বুঝি ডাকলো এখন কবর দেশে চল।।   

এমনি কথার ছন্দে সাজানো মরণ শিরোনামের একটি নতুন গানে কন্ঠ দিয়েছে উদিয়মান কন্ঠশিল্পী ইউসুফ রায়হান এবং গানটির কথা লিখেছেন তরুন গীতিকবি রবিউল আউয়াল, সুর করেছেন জনপ্রিয় ও নন্দিত গীতিকার ও সুরকার মিল্টন খন্দকার। গানটির সঙ্গীতায়োজন করেছেন এইচ আর লিটন।

গানটি নিয়ে মিল্টন খন্দকার বলেন, গানের ভাবনা বেশ সুন্দর। আশা করি গানটি শ্রোতাদের ভালো লাগবে।

রবিউল আউয়াল বলেন, গানটিতে একটি জীবনের বাস্তব রূপ তোলে ধরার চেষ্টা করেছি। গানটির সুর করেছেন বাংলা সঙ্গীত জগতের জনপ্রিয় গীতিকার ও সুরকার শ্রদ্ধেয় মিল্টন খন্দকার। আমার সৌভাগ্য যে আমার লেখায় তিনি সুর করেছেন। আমি তার স্নেহ ও ভালবাসা পেয়ে মুগ্ধ। কৃতজ্ঞতা ও ভালবাসা জানাই শ্রদ্ধেয় মিল্টন খন্দকারকে। আশা করি গানটি শ্রোতাদের ভালো লাগবে।                      

গানটির মিউজিক ভিডিও শুদ্ধতা চ্যানেলের ইউটিউবে  প্রকাশিত হয়েছে।  

**ভিডিও...

গো নিউজ২৪/জাবু

বিনোদন বিভাগের আরো খবর