র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে যুবক নিহত

নিউজ ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ১০, ২০১৫, ১০:৩৪ এএম

র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে যুবক নিহত

ঢাকা: রাজধানীর মহাখালী আইপিএস পুকুরপাড় এলাকায় র‌্যাবের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ সুমন (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। সোমবার রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়,আইপিএস পুকুরপাড় এলাকায় রাত আড়াইটার দিকে র‌্যাব-১ এর সঙ্গে বন্দুকযুদ্ধ হয়। ঘটনাস্থলে একজন গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকার খবর পেয়ে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে যাওয়া হয়। পরে রাত ৪টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওই ঘটনায় র‌্যাবের ২ সদস্যও আহত হন এবং ঘটনাস্থল থেকে ১টি পিস্তল ও ২টি গুলি উদ্ধার করার কথা পুলিশ জানিয়েছে।

 

পরনে কালো প্রিন্টের শার্ট ও কালো প্যান্ট রয়েছে বলে পুলিশ সূত্র জানিয়েছে।

 

বাংলাদেশ সময়ঃ ০৮১০ ঘন্টা, ১০ নভেম্বর ২০১৫

গো নিউজ২৪

Link copied!