মাশরাফির কিছু স্মরণীয় মুহূর্ত

গো নিউজ২৪

প্রকাশিত: জানুয়ারি ১৫, ২০১৮, ১২:২৭ পিএম

বাংলাদেশের ক্রিকেটে জীবন্ত এক কিংবদন্তির নাম মাশরাফি বিন মর্তুজা। বোলিং, ব্যাটিং, ফিল্ডিং আর নেতৃত্বে তিনি অসাধারণ নৈপূণ্য দেখিয়ে যাচ্ছেন। কিন্তু ইনজুরির কারণে বারবার হোঁচট খেয়েছেন কৌশিক থেকে ম্যাশ হওয়া এই ক্রিকেটার। টেষ্ট থেকে বিদায় নিতে হয়েছে আগেই। গেল বছর টি-২০ থেকে বিদায় নিয়েছেন। টি-২০ ক্রিকেটে তার কিছু অর্জন নিয়ে এই আয়োজন।

  • অভিষেকেই জয়: ২০০৬ সালে খুলনায় জিম্বাবোয়ের বিপক্ষে টি-টোয়েন্টি আন্তর্জাতিকে মাশরাফির অভিষেক হয়। ক্রিকেটের ছোট সংস্করণে বাংলাদেশেরও অভিষেক হয় সেই ম্যাচের মাধ্যমে। ব্যাট হাতে ৩৬ রান আর বল হাতে ২৯ রান খরচায় এক উইকেট নেন তিনি। বাংলাদেশ সে ম্যাচ জেতে ৪৩ রানে।

    অভিষেকেই জয়: ২০০৬ সালে খুলনায় জিম্বাবোয়ের বিপক্ষে টি-টোয়েন্টি আন্তর্জাতিকে মাশরাফির অভিষেক হয়। ক্রিকেটের ছোট সংস্করণে বাংলাদেশেরও অভিষেক হয় সেই ম্যাচের মাধ্যমে। ব্যাট হাতে ৩৬ রান আর বল হাতে ২৯ রান খরচায় এক উইকেট নেন তিনি। বাংলাদেশ সে ম্যাচ জেতে ৪৩ রানে।

  • এক ম্যাচে চার উইকেট: আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ১৯ রান খরচায় চার উইকেট তুলে নেন মাশরাফি বিন মুর্তজা। টি-টোয়েন্টিতে এটাই তাঁর সবচেয়ে ভালো বোলিং রেকর্ড। ২০১২ সালের ২১ জুলাই সে ম্যাচে বাংলাদেশ জিতেছিল দুই উইকেটে।

    এক ম্যাচে চার উইকেট: আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ১৯ রান খরচায় চার উইকেট তুলে নেন মাশরাফি বিন মুর্তজা। টি-টোয়েন্টিতে এটাই তাঁর সবচেয়ে ভালো বোলিং রেকর্ড। ২০১২ সালের ২১ জুলাই সে ম্যাচে বাংলাদেশ জিতেছিল দুই উইকেটে।

  • নেতৃত্বে মাশরাফি: টি-টোয়েন্টিতে শুরুর দিকে শাহরিয়ার নাফিসের নেতৃত্বে পেসার হিসেবে দলে ছিলেন মাশরাফি। দলকে নেতৃত্ব দেয়ার দায়িত্ব তিনি পান ২০০৯ সালে। অধিনায়ক হিসেবে ২৭টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন ‘নড়াইল এক্সপ্রেস’ খ্যাত এই তারকা ক্রিকেটার। এর মধ্যে নয়টি ম্যাচে জিতেছে বাংলাদেশ।

    নেতৃত্বে মাশরাফি: টি-টোয়েন্টিতে শুরুর দিকে শাহরিয়ার নাফিসের নেতৃত্বে পেসার হিসেবে দলে ছিলেন মাশরাফি। দলকে নেতৃত্ব দেয়ার দায়িত্ব তিনি পান ২০০৯ সালে। অধিনায়ক হিসেবে ২৭টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন ‘নড়াইল এক্সপ্রেস’ খ্যাত এই তারকা ক্রিকেটার। এর মধ্যে নয়টি ম্যাচে জিতেছে বাংলাদেশ।

  • ব্যাটসম্যান মাশরাফি: মূলত পেসার হিসেবে পরিচিতি পেলেও টি-টোয়েন্টিতে শেষের দিকে ব্যাটিংয়ে নেমে মাঝে মাঝে দলকে অনেকটা এগিয়ে নিয়েছেন তিনি। ১৩ দশমিক ৯৬ গড়ে মোট ৩৭৭ রান করেছেন তিনি।

    ব্যাটসম্যান মাশরাফি: মূলত পেসার হিসেবে পরিচিতি পেলেও টি-টোয়েন্টিতে শেষের দিকে ব্যাটিংয়ে নেমে মাঝে মাঝে দলকে অনেকটা এগিয়ে নিয়েছেন তিনি। ১৩ দশমিক ৯৬ গড়ে মোট ৩৭৭ রান করেছেন তিনি।

  • ইনজুরির ধকল: হাঁটুর ইনজুরি মাশরাফিকে ভালোই ভুগিয়েছে। ক্রিকেটের অন্যান্য পরিসরের মতো টি-টোয়েন্টিতেও তাঁর ছাপ দেখা গেছে। ২০০৯ সাল থেকে বেশ কয়েকবার হাঁটুতে অস্ত্রোপচার হয়েছে তাঁর। শ্রীলঙ্কায় হাঁটুতে বিশেষ ধরনের ব্যান্ডেজ লাগিয়ে তাঁর খেলার ছবি ফেসবুক, টুইটারে অনেকে শেয়ার করেছেন।

    ইনজুরির ধকল: হাঁটুর ইনজুরি মাশরাফিকে ভালোই ভুগিয়েছে। ক্রিকেটের অন্যান্য পরিসরের মতো টি-টোয়েন্টিতেও তাঁর ছাপ দেখা গেছে। ২০০৯ সাল থেকে বেশ কয়েকবার হাঁটুতে অস্ত্রোপচার হয়েছে তাঁর। শ্রীলঙ্কায় হাঁটুতে বিশেষ ধরনের ব্যান্ডেজ লাগিয়ে তাঁর খেলার ছবি ফেসবুক, টুইটারে অনেকে শেয়ার করেছেন।

  • অবশেষে বিদায়: টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা মাশরাফি নিজেই দিয়েছেন, ফেসবুকে৷ কানাঘুষা অবশ্য আগে থেকেই চলছিল। বিশেষ করে বিসিবি সভাপতি এবং কোচের ‘স্বপ্নের তরুণ দলে’ মাশরাফির মতো অভিজ্ঞ এবং প্রবীণদের আর জায়গা হবে না, তা শোনা যাচ্ছিল। ম্যাশ অবশ্য বিতর্ক চান না। বরং নিজেই সরে দাঁড়িয়েছেন পরিস্থিতি আঁচ করতে পেরে।

    অবশেষে বিদায়: টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা মাশরাফি নিজেই দিয়েছেন, ফেসবুকে৷ কানাঘুষা অবশ্য আগে থেকেই চলছিল। বিশেষ করে বিসিবি সভাপতি এবং কোচের ‘স্বপ্নের তরুণ দলে’ মাশরাফির মতো অভিজ্ঞ এবং প্রবীণদের আর জায়গা হবে না, তা শোনা যাচ্ছিল। ম্যাশ অবশ্য বিতর্ক চান না। বরং নিজেই সরে দাঁড়িয়েছেন পরিস্থিতি আঁচ করতে পেরে।

Link copied!