শিল্পা শিন্ডের এই ছবিগুলো দেখেছেন কখনও?

গো নিউজ২৪

প্রকাশিত: জানুয়ারি ১৫, ২০১৮, ১০:২৭ এএম

শিল্পা শিন্ডে, ‘বিগ বস’ সিজন একাদশের এই প্রতিযোগি শুরু থেকেই নানা তর্ক-বিতর্কে শীর্ষে ছিলেন। শুধু আকর্ষণের কেন্দ্রেই নয় সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট চর্চার বিষয়ও হয়ে উঠেছিলেন শিল্পা। সম্প্রতি, শিল্পার ভাই আশুতোষ শিন্ডে টুইটারে পরিবারের সঙ্গে তাঁর কিছু ছবি শেয়ার করেছেন। দর্শকমহলে যথেষ্ট সাড়া জাগিয়েছে ছবিগুলো।  

  • টিভি ধারাবাহিকের পাশাপাশি দু’টি তেলুগু ছবিতেও অভিনয় করেছেন শিল্পা। নারায়ণ রাওয়ের ‘চ্চিনা’ এবং সুরেশ বর্মার ‘শিবানি’ ছবিতে মুখ্য ভূমিকায় দেখা গিয়েছিল তাকে।

    টিভি ধারাবাহিকের পাশাপাশি দু’টি তেলুগু ছবিতেও অভিনয় করেছেন শিল্পা। নারায়ণ রাওয়ের ‘চ্চিনা’ এবং সুরেশ বর্মার ‘শিবানি’ ছবিতে মুখ্য ভূমিকায় দেখা গিয়েছিল তাকে।

Link copied!