তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

নিউজ ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ৮, ২০১৫, ১১:৩২ পিএম

তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

ঢাকাঃ বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন করে ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম লুৎফর রহমান শিশির। রাষ্ট্রের বিরুদ্ধে অপপ্রচার ও ইতিহাস বিকৃতির অভিযোগে করা মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে আজ রোববার এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।


এই মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা (ডিবি) পুলিশের সহকারী কমিশনার জুয়েল রানা গত ১৫ সেপ্টেম্বর এই তদন্ত প্রতিবেদন দাখিল করেন। আজ তদন্ত প্রতিবেদন গ্রহণের বিষয়ে শুনানির দিন ধার্য ছিল এবং শুনানি শেষে আদালত তদন্ত প্রতিবেদন গ্রহণ করে তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। মামলায় অভিযোগ প্রকাশ, গত বছরের ২৯ সেপ্টেম্বর তারেক রহমান লন্ডনে এক আলোচনা সভায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ‘পাকবন্ধু’ হিসেবে উল্লেখ করেন। 

এরপর বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি মশিউর মালেক ইতিহাস বিকৃত করে অপপ্রচার চালানোর অভিযোগে তারেক রহমানের বিরুদ্ধে আদালতে নালিশি মামলা করেন। এর প্রেক্ষিতে তদন্ত কর্মকর্তা ঘটনার সত্যতা পেয়েছেন উল্লেখ করে আদালতে প্রতিবেদন দাখিল করেন। 

 

বাংলাদেশ সময়ঃ ২২৫০ ঘন্টা, ০৮ নভেম্বর ২০১৫

গো নিউজ২৪

Link copied!