অবশেষে ভারত গেল পাকিস্তান দল

খেলাধুলা ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ২২, ২০২১, ০১:২৩ পিএম

অবশেষে ভারত গেল পাকিস্তান দল

অবশেষে ভারত সফরে গেল পাকিস্তান হকি দল। জুনিয়র হকি বিশ্বকাপে অংশ নিতে ভারত গেল পাকিস্তানের দলটি। 

সীমান্ত নিয়ে সমস্যার কারণে প্রতিবেশী দুই দেশের কূটনৈতিক সম্পর্ক খুবই বাজে অবস্থা। যে কারণে দীর্ঘদিন ধরেই ভারত-পাকিস্তানের মধ্যকার দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ রয়েছে। শুধু আইসিসি ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের টুর্নামেন্টে মিলিত হয় দুই দেশ। 

তবে এবার জুনিয়র হকি বিশ্বকাপে খেলতে ভারতে গেল পাকিস্তান দল। ওড়িশার রাজধানী ভুবনেশ্বরে পৌঁছে গেছে টিম পাকিস্তান।

জুনিয়র হকি বিশ্বকাপে খেলতে যাওয়া পাকিস্তান দলকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছে হকি ইন্ডিয়া। ভারতীয় হকি ফেডারেশনের টুইটারে পাকিস্তান দলকে অভ্যর্থনা জানানোর বেশ কিছু ছবি পোস্ট করা হয়। 

সেই ছবির ক্যাপশনে লেখা হয়- ‘এয়ারপোর্টে তোলা এই স্থিরচিত্র। ২০২১ সালের জুনিয়র বিশ্বকাপ হকিতে অংশ নিতে তারা ভুবনেশ্বর এসে পৌঁছেছে।’

২৪ নভেম্বর থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত চলবে এ প্রতিযোগিতা।

উল্লেখ্য, ২০১৬ সালে লখনউতে আয়োজিত বিশ্বকাপে ভিসা সমস্যার জন্য খেলা হয়নি পাকিস্তান দলের। 

সূত্র: হিন্দুস্তান টাইমস।

গো নিউজ২৪

Link copied!