ভরা বৃষ্টি মৌসুমে চলছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। তার ওপর আবার গ্রুপ পর্বের ম্যাচগুলোর জন্য কোন রিজার্ভ ডে-ও নেই। আর সে কারণে তুমুল সমালোচনার সহ্য করতে হচ্ছে ক্রিকেটের নিয়ন্ত্রণকারী সংস্থা আইসিসিকে।
আর তার ফলে ইতিমধ্যে বৃষ্টিতে পুরোপুরি পণ্ড হয়েছে কয়েকটি ম্যাচ। সে কারণে বেশ বিতর্কে পড়েছে নিয়মটি। ক্রিকেট বিশ্বে আগে থেকেই একটি কৌতুক বেশ জনপ্রিয় ছিল যে সাধারণ দর্শকরা তো দূরে থাক, স্বয়ং ক্রিকেটারদের কাছেও জটিল গাণিতিক সমীকরণ সংবলিত ডাকওয়ার্থ লুইস পদ্ধতি বোধগম্য নয়। আর এবার ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি সেই কৌতুককে নিয়ে গেলেন একদমই নতুন উচ্চতায়। ধোনির মতে, এমনকি আইসিসিও এই বিতর্কিত পদ্ধতি বোঝে না!
গত সোমবার মেন ইন ব্লু'রা অংশ নিয়েছিল বিরাট কোহলি আয়োজিত একটি চ্যারিটি ডিনারে। আর সেখানেই উপস্থিত সাংবাদিকদের মধ্যে একজন ধোনিকে জিজ্ঞেস করেন, ‘আচ্ছা, আপনি তো অনেক দিন ধরেই ক্রিকেট খেলছেন। আপনি কি ডাকওয়ার্থ লুইস পদ্ধতি ঠিকমত বোঝেন?’
জবাবে ধোনি যা বলেন তাতে হাসির রোল পড়ে যায় সবার মাঝে। স্বভাবসুলভ ভঙ্গিতে মুচকি হেসে ধোনি বলেন, ‘আমার তো মনে হয় না এমনকি আইসিসিও এই ডি/এল মেথড বোঝে।’
গো নিউজ২৪/এআর
আপনার মতামত লিখুন :