বাংলাদেশের টেস্ট স্ট্যাটাস স্মরণে আইসিসি’র টুইট

নিউজ ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ১০, ২০১৫, ০২:২৩ পিএম

বাংলাদেশের টেস্ট স্ট্যাটাস স্মরণে আইসিসি’র টুইট

ঢাকা: বাংলাদেশ ক্রিকেটের জন্য স্মরণীয় একটি দিন ১০ নভেম্বর ২০০০। টেস্ট ক্রিকেটে দশম টেস্ট প্লেয়িং দেশ হিসেবে এইদিন বাংলাদেশ স্ট্যাটাস অর্জন করে। এর পর গত ১৫ বছরে আর কোন দেশ এই মর্যাদা অর্জন করতে পারেনি।

বাংলাদেশের টেস্ট স্ট্যাটাসের দিনটি স্মরণ করে মঙ্গলবার সকালে টুইট করেছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি। টাইগার ক্রিকেটকে সম্মান জানিয়ে ঐ সময়ের একটি দুর্লভ ছবিও পোস্ট করে সংস্থাটি।

ছবিতে আমিনুল ইসলাম বুলবুল, খালেদ মাহমুদ সুজন, খালেদ মাসুদ পাইলট, হাবিবুল বাশার সুমন, এনামুল হক মনি, জাভেদ ওমর বেলিম গোল্লা, হাসিবুল হোসের শান্ত, সানোয়ার হোসেন, আশরাফুল ইসলাম, মঞ্জুরুল ইসলামকে দেখা যাচ্ছে।

টেস্ট ক্রিকেট ইতিহাসে এক হাজার ৫১২তম ওই টেস্টে সফরকারী ভারতের কাছে বাংলাদেশ ৯ উইকেটে হারলেও ক্যারিয়ারের প্রথম টেস্টের প্রথম ইনিংসে শতরান করে সকলের নজর কারেন আমিনুল ইসলাম বুলবুল। ঐ হাবিবুল বাশারের ৭১, আকরাম খানের ৩৫, খালেদ মাসুদের ৩২, শান্তর ২৮ রানের ইনিংসের উপর ভর করে প্রথম ইনিংসের চারশ রান পার করে বাংলাদেশ, যদিও দ্বিতীয় ইনিংসে মাত্র ৯১ রানে অলআউট হয়ে ৯ উইকেটে পরাজয় বরন করে।

গত পনেরো বছরে ৯৩টি টেস্ট খেলে বাংলাদেশের জয় এখন পর্যন্ত ৭টি এবং ১৫ টি অমিমাংসিত। বর্তমানে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের অবস্থান নবম।

বাংলাদেশ সময়: ১১৫৫ ঘণ্টা, ১০ নভেম্বর ২০১৫

গো নিউজ২৪

Link copied!