সুয়ারেজের জীবন বৃত্তান্ত

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জুন ১১, ২০১৮, ০৩:৪০ পিএম

সুয়ারেজের জীবন বৃত্তান্ত

লুইস সুয়ারেজ (উরুগুয়ে, স্ট্রাইকার)
জন্ম: ২৪ জানুয়ারি ১৯৮৭ (৩১ বছর)
উচ্চতা: ৬ ফুট
ক্লাব: বার্সেলোনা

ক্লাব ক্যারিয়ার: ২০০৩-২০০৫ পর্যন্ত উরুগুয়ের ‘ক্লাব ন্যাশনাল ডি ফুটবল’ এ জুনিয়র পর্যায়ে ফুটবল খেলা সুয়ারেজ ২০০৫-০৬ মৌসুম পর্যন্ত ওই ক্লাবেরই সিনিয়র ফুটবল দলের হয়ে প্রতিনিধিত্ব করেন। ২৭ ম্যাচে ১০টি গোল করেন তিনি। পরে ২০০৬-০৭ নেদারল্যান্ডসের গ্রোনিনজেনের হয়ে ২৯ ম্যাচে ১০টি গোল করেন। ২০০৭-১১ পর্যন্ত সুয়ারেজ ডাচ ক্লাব আজাক্সের হয়ে ১১০টি ম্যাচে ৮১টি গোল করেন। ২০১১-১৪ পর্যন্ত লিভারপুলের হয়ে ১১০টি ম্যাচে ৬৯টি গোল করেন তিনি। ২০১৪ থেকে এখনও পর্যন্ত বার্সেলোনার হয়ে ১৩০ ম্যাচে ১১০টি গোল করেছেন এই উরুগুয়েন স্ট্রাইকার।

আন্তর্জাতিক ক্যারিয়ার: ২০০৬-০৭ উরুগুয়ের অনূর্ধ্ব-২০ দলের হয়ে ৪ ম্যাচে দু’টি গোল করেন সুয়ারেজ। ২০১২ সালে অনূর্ধ্ব-২৩ জাতীয় দলের হয়ে ৪ ম্যাচে ৩টি গোল রয়েছে তার। ২০০৭ থেকে এখনও পর্যন্ত উরুগুয়ের সিনিয়র দলের হয়ে ৯৮ ম্যাচে ৫১টি গোল করেন তিনি।

ফিফা টুর্নামেন্ট: কানাডায় অনুষ্ঠিত ২০০৭ অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে স্পেনের বিরুদ্ধে ম্যাচ দিয়ে ফিফা ইভেন্টে আত্মপ্রকাশ সুয়ারেজের। ম্যাচটি ২-২ গোলে ড্র হয়। এখন পর্যন্ত ৭০টি ফিফা ইভেন্টের ম্যাচে ৩৬টি গোল করেছেন তিনি। যাতে ৩১টি ম্যাচে জিতেছে তার দল৷ ১৯টি ম্যাচ ড্র করেছে এবং হেরেছে ২০টি ম্যাচে।

ফিফা ওয়ার্ল্ড কাপ (২০১০ ও ২০১৪): ৮ ম্যাচে ৫ গোল। জয়-৫, ড্র-২, হার-১
ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার: ৪৮ ম্যাচে ২১ গোল। জয়-২০, ড্র-১৫, হার-১৩
ফিফা কনফেডারেশন কাপ (২০১৩): ৫ ম্যাচে ৩ গোল।  জয়-২, ড্র-১, হার-২
ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ (২০০৭): ৪ ম্যাচে ২ গোল।  জয়-১, ড্র-১, হার-২
ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ (২০১৫): ২ ম্যাচে ৫ গোল।  জয়-২, ড্র-০, হার-০
অলিম্পিক (২০১২): ৩ ম্যাচে ০ গোল।  জয়-১, ড্র-০, হার-২

পুরস্কার: ২০১৫ সালে বার্সার হয়ে ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ জেতেন।  সর্বোচ্চ স্কোরার হয়ে গোল্ডেন বল পুরস্কার হাতে তোলেন সুয়ারেজ।
গোনিউজ২৪/এআর

গো নিউজ২৪

Link copied!