মিশরীয় হিরো সালাহ’র ‘এ টু জেড’ ক্যারিয়ার

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জুন ১৫, ২০১৮, ০১:৩২ এএম

মিশরীয় হিরো সালাহ’র ‘এ টু জেড’ ক্যারিয়ার

মোহম্মদ সালাহ ঘালি (মিশর, ফরোয়ার্ড)

জন্ম:১৫ই জুন ১৯৯২ (২৫ বছর)
উচ্চতা: ৫ ফুট ৯ ইঞ্চি
ক্লাব: লিভারপুল
জার্সি নম্বর: ১১

ক্লাব ক্যারিয়ার: ২০০৬-২০১০ পর্যন্ত মিশরীয় ক্লাব এল মোকালুনের যুব দলে ফুটবল খেলেছেন সালাহ। এরপর ২০১৪ সাল অবধি কাটিয়েছেন সুইশ ফুটবল ক্লাব বাসেলে। ক্লাবটির হয়ে ৪৭ ম্যাচে ৯টি গোল করেন। ২০১৪-১৬ লন্ডনের ফুটবল ক্লাব চেলসির জার্সি গায়ে ১৩টি ম্যাচ খেলেছেন সালাহ। ‘দ্য ব্লুজ’-এর হয়ে দু’টি গোল রয়েছে মিশরীয় ফরোয়ার্ড। এর পর রোমায় কাটান তিনি৷ ২০১৭ ফের ইংলিশ প্রিমিয়র লিগে ফেরেন। ইংলিশ ক্লাব লিভারপুলে যোগ দেন মিশরীয় তারকা ফরোয়ার্ড। এই ক্লাবটির হয়ে নজর কাড়া পারফরম্যান্স সালাহকে মেসির সঙ্গে তুলনায় এনে দেন। ‘দ্য রেডস’-এর হয়ে ৩৬ ম্যাচে ৩২টি গোল রয়েছে সালাহ।

আন্তর্জাতিক ক্যারিয়ার: ২০১০-২০১১ মিশরের বয়সভিত্তিক জাতীয় দলের হয়ে ফুটবল খেলেছেন সালাহ। অনূর্ধ্ব-২০ দলের হয়ে ১১ ম্যাচে ৩টি, অনূর্ধ্ব-২৩ দলের হয়ে ১১ ম্যাচে ৪টি, গোল করছেন ‘মিশরীয় মেসি’।

মিশর জাতীয় দল (সিনিয়র): ২০১১ থেকে ২০১৮ ফিফা বিশ্বকাপের আগে পর্যন্ত মিশরের জাতীয় দলের জার্সি গায়ে ৫৭ ম্যাচে ৩৩টি গোল করেছেন মোহম্মদ সালাহ। ৩ সেপ্টেম্বর ২০১১ সিরিয়ার বিরুদ্ধে ম্যাচে মিশরের জাতীয় দলের জার্সি গায়ে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হয় মিশরের এই তারকা ফরোয়ার্ডের। পরের মাসে নাইজেরিয়ার বিরুদ্ধে একটি ম্যাচে প্রথম আন্তর্জাতিক গোল পান সালাহ। শুক্রবার উরুগুয়ের বিরুদ্ধে প্রথমবার মিশরের জার্সিতে বিশ্বকাপ থেলতে নামছেন তিনি।

পুরস্কার: ২০১৭-১৮ সালে ইংলিশ প্রিমিয়র লিগের সর্বোচ্চ গোল স্কোরার হওয়ার কারণে প্রিমিয়র লিগ গোল্ডেন বুট জেতেন সালাহ। পাশাপাশি প্রিমিয়র লিগের মৌসুমের সেরা ফুটবলার খেতাব জেতেন। ২০১৭ সালে আফ্রিকার ‘ফুটবলার অফ দ্য ইয়ার’ হয়েছেন মোহম্মদ সালাহ।
 

গোনিউজ২৪/এআর

গো নিউজ২৪

Link copied!