ইন্টার মায়ামির হয়ে ছুটছেন লিওনেল মেসি। অভিষেকের পর থেকে প্রত্যেক ম্যাচে গোল আছে তার।
লিগস কাপের সেমিফাইনালে আজ তার দল মাঠে নামবে। এর আগেই অনুশীলন করতে গিয়ে চোট পেয়েছেন আর্জেন্টাইন সুপারস্টার। ট্রেনিং চলাকালীন হুট করেই তার বাঁ অ্যাঙ্কেল মচকে যাওয়ার মতো হয়ে যায়।
সেমিফাইনালের আগে এমন চোট দলের জন্য খুব খারাপ খবরই। তবে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে এসে মায়ামির কোচ জেরার্দো মার্তিনো বললেন, তেমন কিছুই হয়নি। যদিও যুক্তরাষ্ট্রের কিছু সংবাদমাধ্যম বলছে, মেসির পা মচকে গেছে। এমনকি আঘাত পাওয়ার পর তাকে অনেক সাবধানে বাঁ পা ফেলতে দেখা গেছে। যদিও পরে আবার পাসিং ড্রিল করেন।
এই ঘটনা ঘটার সময় মাঠে ছিলেন না মায়ামি কোচ। পরে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘যেহেতু সবাই ঠিকঠাকই আছে, কাউকে খুব চিন্তিত মনে হয়নি, তাই ধারণা করতে পারি, তেমন কিছু হয়নি। অনুশীলনে আমি স্রেফ একটা অংশে ছিলাম, কারণ পরে আমার একটা মিটিং ছিল। আমি সেটির প্রস্তুতি নিচ্ছিলাম, তাই দেখতে পারিনি ঠিক কী হয়েছে তখন। ’
গোনিউজ২৪/আর এ জে
আপনার মতামত লিখুন :