আরেকটি ওয়ানডে সিরিজ জয়ের হাতছানি বাংলাদেশের সামনে। জিম্বাবুয়ের বিপক্ষে আজকের ম্যাচটি জিতলেই এক ম্যাচ হাতে রেখে তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি নিজেদের করে নেবে মাশরাফি বিন মুর্তজার দল।
আর এই সিরিজটি নিজেদের করে নিতে পারলে ঘরের মাঠে টানা পাঁচটি ওয়ানডে সিরিজ জয়ের কীর্তি গড়বে বাংলাদেশ। সেই সঙ্গে জিম্বাবুয়ের বিপক্ষে নবম দ্বিপক্ষীয় সিরিজ জয়ও নিশ্চিত হবে।
আজ সোমবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর ১টায়। সরাসরি দেখাবে গাজী টেলিভিশন।
প্রথম ম্যাচে জিম্বাবুয়েকে ১৪৫ রানে হারাতে ৫ উইকেট নেওয়া সাকিব আল হাসান অবশ্য দ্বিতীয় ম্যাচে খেলছেন না। এমনকি বাকি সিরিজেই তাকে আর পাচ্ছে না টিম বাংলাদেশ। সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে রোববার রাতেই যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছেড়েছেন বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার। তার বদলে দলে এসেছেন টপ অর্ডার ব্যাটসম্যান এনামুল হক বিজয়।
বিজয় দলে ঢুকলেও সেরা একাদশে হয়তো সুযোগ পাবেন না। তামিমের সঙ্গে ওপেনিংয়ে দেখা যেতে পারে ইমরুল কায়েসকে। লিটন দাস প্রথম ম্যাচে ওপেনিংয়ে নেমে ‘ডাক’ মারলেও নিজেকে প্রমাণের আরেকটা সুযোগ হয়তো পাবেন। সেক্ষেত্রে তার পুরনো জায়গা তিন নম্বরে নামবেন তিনি। এ ছাড়া আর কোনো পরিবর্তন হওয়ার সম্ভাবনা খুব একটা নেই বললেই চলে।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ :
মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, লিটন দাস, মাহমুদউল্লাহ, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, নাসির হোসেন, আরাফাত সানী, আল-আমিন হোসেন ও মুস্তাফিজুর রহমান।
আপনার মতামত লিখুন :