টাইগারদের বিপক্ষে প্রথমদিন ভারতের

নিউজ ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৯, ২০১৭, ০৬:১০ পিএম

টাইগারদের বিপক্ষে প্রথমদিন ভারতের

হায়দরাবাদ টেস্টের প্রথম দিনে তিন উইকেটে ৩৫৬ রান সংগ্রহ করেছে স্বাগতিক ভারত। দিনের শুরুতেই লোকেশ রাহুলকে হারিয়ে চাপে পড়লেও দিন শেষে মুরালি বিজয় আর অধিনায়ক বিরাট কোহলির জোড়া সেঞ্চুরি বাংলাদেশের বিপক্ষে ভারতকে এগিয়ে রেখেছে।

বৃহস্পতিবার রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করতে নামে ভারত। প্রথম ওভারের চতুর্থ বলেই লোকেশ রাহুলকে বোল্ড করেন পেসার তাসকিন আহমেদ। ভারতের সংগ্রহ তখন মাত্র দুই রান।

এরপর মুরালি বিজয় আর চেতেশ্বর পূজারার ব্যাটে ১৭৮ রানের বড় জুটি পেয়েছে ভারত। বাংলাদেশের সামনে ছিল একাধিক সুযোগ। বিশেষ করে ১৯ তম ওভারে মুরালি বিজয়কে সহজ রান আউটের সুযোগ পেয়েছিলেন মেহেদি হাসান মিরাজ। কিন্তু ব্যর্থ হন। শেষ পর্যন্ত জুটি ভাঙেন সেই মিরাজই।

ইংল্যান্ডের বিপক্ষে অভিষেক টেস্ট সিরিজের দুই ম্যাচে ১৯ উইকেট নেওয়া মিরাজ লাঞ্চের পর পূজারাকে কট বিহাইন্ডের ফাঁদে ফেলেন। অতীত ইতিহাসকে জিইয়ে রাখতেই যেন হায়দরাবাদের উইকেটে শেষ বেলায় ‘বিশেষ’ সুবিধা পেয়েছে বাংলাদেশি স্পিনাররা। সেটাকে আরো বাস্তব করতে ৬৪তম ওভারে বাঁ-হাতি স্পিনার তাইজুল ইসলামের বলে বোল্ড হন মুরালি বিজয়।

অবশ্য ১৯তম ওভারে জীবন ফিরে পাওয়া বিজয় সুযোগটা ততক্ষণে কাজে লাগাতে সফল হয়েছেন। তুলে নিয়েছেন ক্যারিয়ারের নবম সেঞ্চুরি। আউট হওয়ার আগ পর্যন্ত ১০৮ রানের ইনিংস খেলেন তিনি। ছিল ১২ চার আর একটি ছয়।

অন্যদিকে, পূজারার পর উইকেটে নামা অধিনায়ক কোহলি বাংলাদেশের বিপক্ষে তুলে নিয়েছেন সহজ সেঞ্চুরি। দিন শেষে ১১৭ বলে ১১১ রানে অপরাজিত রয়েছেন তিনি। অপর প্রান্তে আজিঙ্কা রাহানে অপরাজিত আছেন ৪৫ রানে।

প্রথমবারের মতো বাংলাদেশকে টেস্ট খেলতে আমন্ত্রণ জানিয়েছে ভারত ক্রিকেট দল। হায়দরাবাদের এই ঐতিহাসিক টেস্টের প্রথম দিনে দু'দলের জন্যই প্রাপ্তি ছিল। ইনিংসের প্রথম ওভারে উইকেট তুলে নেওয়া তাসকিন বাংলাদেশের পক্ষে পঞ্চম বোলার যিনি কিনা, টেস্টে প্রথম ইনিংসের প্রথম ওভারেই উইকেট তুলে নেওয়ার গৌরব অর্জন করেছেন।

এছাড়া বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরি দিয়ে টেস্ট খেলুড়ে নয়টি দেশের মধ্যে পাকিস্তান আর জিম্বাবুয়ে ব্যতীত সবগুলো দেশের বিপক্ষেই টেস্টে সেঞ্চুরি তুলে নিলেন অধিনায়ক কোহলি। এর আগে মুশফিকুর রহিমদের বিপক্ষে সাদা পোশাকে তার কোন সেঞ্চুরি ছিল না। জানিয়ে রাখা ভাল, যে দুটি দেশের বিপক্ষে সেঞ্চুরি নেই তাদের বিপক্ষে এখনও টেস্ট খেলা হয়নি কোহলির। 

গো নিউজ ২৪/ এস কে 

গো নিউজ২৪

Link copied!