টোকিও অলিম্পিকে অ্যাথলেটরা যাতে যৌনমিলন করতে না পারে, সেজন্য তাদেরকে সিঙ্গেল খাট দেওয়া হয়েছিল। করোনা সংক্রমণের কারণে এই সিদ্ধান্ত। আয়োজকদের দাবি ছিল, একজনের বেশি মানুষ এই খাটে উঠলে তা ভেঙে পড়েবে। কিন্তু বাস্তবতা ভিন্ন। কথিত 'অ্যান্টি সেক্স বিছানা' যে কতটা শক্ত তা প্রমাণ করলেন ইসরায়েলের প্রতিযোগীরা!
অলিম্পিকের শুরু থেকেই এই খাট ভাঙার চেষ্টা করেছিলেন অনেকে। সোশ্যাল সাইটে একটা ভিডিও ভাইরাল হয়েছিল। তাতে দেখা যায়, একজন প্রতিযোগী সেই 'অ্যান্টি সেক্স বিছানা'য় উঠে লাফাচ্ছেন। কিন্তু সেটি ভাঙেনি। এরপর আসরে নামলেন ইসরায়েলের প্রতিযোগীরা। তারা সেই খাট ভেঙেই ছেড়েছেন! তবে এক-দুজন নয়; খাট ভাঙতে একসঙ্গে লাফাতে হয়েছে ৯ জনকে।
ইসরায়েলি অ্যাথলেটদের প্রকাশিত এই ভিডিওতে দেখা যায়, একজন একজন করে ৯ প্রতিযোগী সেই 'অ্যান্টি সেক্স বিছানা'য় উঠে লাফাচ্ছেন! এক সময় ভেঙে যায় খাট। তবে এজন্য ৯জনকে একসঙ্গে সেই খাটে উঠে লাফাতে হয়েছে। এই কাণ্ডটা মজা করে করলেও জাপানের লোকজন ভালো চোখে দেখেননি। অনেকের বক্তব্য, 'অন্যের জিনিস এভাবে নষ্ট করার অর্থ কী?'
আপনার মতামত লিখুন :