জাপানের রাজধানী টোকিওতে চলছে অলিম্পিক-২০২০। ঘরের মাঠে দারুণ পারফর্ম করছেন জাপানি অ্যাথলেটরা। সোনা জয়ের তালিকায় চীন ও যুক্তরাষ্ট্রের পরই রয়েছে তারা। ১৭টি সোনা জিতেছে দেশটির অ্যাথলেটরা। এ পর্যন্ত চীন জিতেছে ২৪টি সোনা, যুক্তরাষ্ট্রের সোনার সংখ্যা ২০টি।
একনজরে অলিম্পিকের পদক তালিকা:
(সেরা ১০ র্যাংকধারী দেশ)
২৮টি পদক নিয়ে মোট পদক জয়ের তালিকায় পঞ্চম স্থানে রয়েছে জাপান। মোট পদক জয়ের দিক দিয়ে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। ২০টি সোনার পাশাপাশি ২৪টি রুপা ও ১৬টি ব্রোঞ্জ জিতেছে তারা। তাদের মোট পদকসংখ্যা ৬০টি। ৫৩টি পদক নিয়ে দ্বিতীয় স্থানে চীন।
সূত্র : অলিম্পিকডটকম।
আপনার মতামত লিখুন :