খরুচে রাত কাটালো ইপিএল

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ২৭, ২০১৭, ১১:৫৯ এএম

খরুচে রাত কাটালো ইপিএল

যেখানে লা লিগায় বুধবারের রাতে গোল উৎসব হয়েছে। গোলের বন্যায় ভেসেছে লা লিগার বার্সা ও রিয়াল। তার উল্টো হয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগে। গোলের চাহিদা অনুযায়ী খরুচে একটি রাত কাটিয়েছেন ইপিএলের দর্শকরা। বুধবার অনুষ্ঠিত তিনটি ম্যাচের ফলাফল নির্ধারিত হয়েছে মাত্র এক গোলের ব্যবধানে। আর্সেনাল, টটেনহ্যাম ও মিডলসবার্গ এই তিন দলের প্রত্যেকের জয় ১-০ গোলে হয়েছে। অথচ লা লিগায় রিয়াল-বার্সেলোনার দুই ম্যাচে গোল হল ১৭টি। আর ফরাসি লিগে পাঁচ গোলে জিতেছে পিএসজি।

ঘরের মাঠ এমিরেটসে লিচেস্টারের বিপক্ষে জয় পেতে খুব কষ্ট করতে হয় আর্সেনালকে। একটি আত্মঘাতী গোলে জয় পায় তারা। অপরদিকে, ক্রিস্টিয়ান এরিকসনের লক্ষ্যভেদে ক্রিস্টাল প্যালেসের মাঠ থেকে জয় নিয়ে ফেরে লিগ রানাপআপ টটেনহ্যাম। আর নিজের মাঠে মিডলসবার্গের জয়টা সান্দারল্যান্ডের বিপক্ষে।

হাড্ডাহাড্ডি লড়াইয়ে ম্যাচের ফলাফল যখন গোলশূণ্য ড্রয়ের দিকে যাচ্ছিল তখনই আর্সেনালকে আত্মঘাতী গোলে তিন পয়েন্ট উপহার দেয় লিচেস্টার। প্রথমার্ধের খেলা শেষ হয় গোলশূণ্যভাবে। দ্বিতীয়ার্ধের ৮৬ মিনিটে আর্সেনালের একটি আক্রমণ রুখতে গিয়ে নিজেদের জালে বল ঢুকিয়ে দেন লিচেস্টারের রবার্ট হাথ। ভুলের মাশুলে গুনতে হলো তিন পয়েন্ট। তবে এ জয়ে শেষ চারে থেকে চ্যাম্পিয়ন্স লিগ খেলার প্রদীপ আলোটুকু জাগিয়ে রাখলো আর্সেনাল। ৩৬ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে টেবিলের ছয়নম্বরে আছে গার্নারা। 

অপরদিকে, ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে জয়ে শীর্ষে থাকা চেলসির সঙ্গে পয়েন্ট ব্যবধান কমিয়ে নিয়েছে টটেনহ্যাম। ছন্দে থাকা টটেনহ্যামকে নিজেদের মাঠে প্রায় সোয়া ঘন্টা আটকে রাখে ক্রিস্টাল প্যালেস। তবে শেষ রক্ষা হয়নি ক্রিস্টাল প্যালেসের। ৭৮ মিনিটে স্বাগতিকদের কফিনে গোল বোমাটা ঠুকে দিলেন এরিকসন। এই জয়ে ৩৩ ম্যাচে ৭৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে টটেনহ্যাম। তবে সমানসংখ্যক ম্যাচে ৭৮ পয়েন্ট নিয়ে শীর্ষ স্থান দখলে রেখেছে চেলসি।

 

গো নিউজ২৪/এনএফ

গো নিউজ২৪

Link copied!