এ যেন হইয়াও হইলো না শেষ- এমনই পরিস্থিতিতে আছে পাকিস্তান-শ্রীলঙ্কা সিরিজ। সিরিজ শেষ হয়েছে চারদিন হতে চললো। তারপরও এ সিরিজ যেন এখনো চলছে। ইতোমধ্যে শ্রীলঙ্কা ২-০তে টেস্ট সিরিজ ও পাকিস্তান ওয়ানডে এবং টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কাকে নাস্তানাবুদ করে ছেড়েছে। কিন্তু এখনো চলছে কথার যুদ্ধ।
কথার যুদ্ধটা মূলত শুরু করেছিলেন লঙ্কান অধিনায়ক দিনেশ চান্ডিমাল। কথাটি মজা করেই বলতে পারতেন চান্ডিমাল। কিন্তু তিনি ছিলেন রীতিমত সিরিয়াস। পাকিস্তানের সঙ্গে টেস্ট সিরিজ জয় নাকি ‘ডাইনিবিদ্যা’র ফল! জাদুতে অভিজ্ঞ ব্যক্তির আশীর্বাদে দল জিতেছে, এমনটাই দাবি তুলেছিলেন চান্ডিমাল। তার এমন মন্তব্যে ক্রিকেট বিশ্বে উঠেছে সমালোচনার ঝড়। খেপেছে পাকিস্তানও।
চান্দিমালের দাবি, জাদু-টোনা করেই পাকিস্তানকে টেস্ট সিরিজে হারিয়েছেন তারা। সিরিজ শুরুর আগেই নাকি ডাইনিবিদ্যা চর্চা করেন, এমন একজনের কাছে গিয়েছিলেন লঙ্কান অধিনায়ক। তাতেই কাজ দিয়েছে।
আরব আমিরাতে পাকিস্তানকে হারানো সহজ কথা নয়। সেখানে টানা দুই ম্যাচে শ্রীলঙ্কার কাছে হার। এমন ফল বিস্মিত করেছিল সবাইকে। ওয়ানডে ও টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কার ভরাডুবি বিস্ময়ের মাত্রা আরও বাড়িয়ে দিয়েছে। এরপর আবার চান্ডিমালের অমন দাবি।
তবে চান্ডিমালের এমন মন্তব্যের জবাবটা বুদ্ধিমত্তার সঙ্গেই দিয়েছেন পাকিস্তানি অধিনায়ক সরফরাজ আহমেদ। তিনি বলেন, ‘আমরা দুই টেস্টেই হেরেছি বাজে ব্যাটিংয়ের জন্য, এটাই সত্যি। তারা যদি জাদু বা ডাইনিবিদ্যা দিয়ে টেস্ট জিততে পারত, তবে ওয়ানডে ও টি-টোয়েন্টিতেও জয় পেত ওরা।’
সরফরাজ স্বীকার করেছেন, পৃথিবীতে যুক্তি দিয়ে বোঝানো অসম্ভব, এমন অনেক কিছুই আছে। কিন্তু তাঁদের হারের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। ‘আমি পবিত্র কোরআনে বিশ্বাস করি এবং বিশ্বাস করি, একসময় পৃথিবীতে জাদু ছিল। কিন্তু টেস্ট সিরিজ সুযোগ হাতছাড়া ও বাজে ব্যাটিংয়েই হেরেছি।’
সাবেক ক্রিকেটার মোহাম্মদ ইউসুফও চান্ডিমালের দাবিকে হাস্যকর বলছেন, ‘ক্রিকেটের সঙ্গে এসব মেশাবেন না। পাকিস্তানের পরিকল্পনা বাজে ছিল এবং ওরা গোলমাল পাকিয়ে ফেলেছিল এতে।’
গো নিউজ ২র / এ আই
আপনার মতামত লিখুন :