স্বাগতিক ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচে ঝড়ো সেঞ্চুরির দেখা পেয়েছেন কলিন মুনরো। সিরাজ-প্যাটেলদের ওপর ক্ষিপ্ত বেগে ব্যাটিং চালিয়ে মাত্র ৫৮ বলে অপরাজিত ১০৯ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন নিউজিল্যান্ডের এই ওপেনার।
শনিবার (৪ নভেম্বর) রাজকোটে ৭ চার ও ছক্কায় মাত্র ৫৪ বলে ১০৯ রানের ইনিংসটি সাজান মানরো। আগে ব্যাট করতে নামা নিউজিল্যান্ড ২০ ওভারে ২ উইকেট হারিয়ে তোলে ১৯৬ রান। জয় পেয়ে স্বাগতিকদের চাই ১৯৭ রান। আর সে লক্ষ্যে লড়ছেন তারা।
প্রসঙ্গত, এটি মানরোর ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি, আর দুটিই এ বছরে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক পঞ্জিকাবর্ষে দুটি সেঞ্চুরি করা প্রথম ব্যাটসম্যান তিনিই। সেই সঙ্গে তিনি চতুর্থ ব্যাটসম্যান হিসেবে একের অধিক সেঞ্চুরি করলেন। ক্রিস গেইল, ব্রেন্ডন ম্যাককালাম, এভিন লুইস, মুনরো- চারজনেরই সেঞ্চুরি দুটি করে।
গোনিউজ২৪/এআর
আপনার মতামত লিখুন :