ধোনি মানেই সমস্যার সমাধান। ধোনি মানেই জবরদস্ত মস্তি। তাই ধোনিকে পেতে এখন থেকেই মরিয়া আইপিএল-এর এই ফ্র্যাঞ্চাইজি।
গত বছর অপমানের পর অপমান মুখ বুজে সহ্য করতে হয়েছিল ধোনিকে। পুনে সুপারজায়ান্টের জার্সিতে খেলতে গিয়ে নেতৃত্ব খোয়ানো, তারপর পুনে মালিকের ভাইয়ের কাছে টুইট-ব্যঙ্গোক্তি! নীরবে অপমান সহ্য করেছেন ধোনি।
তবে আসন্ন আইপিএল-এ থাকছে না পুনে কিংবা গুজরাট লায়ন্সের মতো দুই ফ্র্যাঞ্চাইজি দল। বদলে আইপিএল-এ গড়াপেটা নির্বাসন কাটিয়ে ফেরত আসছে চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়্যালস।
‘অপমানিত’ ধোনিকে নিজেদের সংসারে ফেরত আনতে তাই এখন থেকেই ঝাঁপাল চেন্নাই। আগামী আইপিএল-এ বোর্ডের রিটেনশন নীতি কী হবে, তা এখনও বোর্ডের তরফে স্পষ্ট করে জানানো হয়নি। তবে চেন্নাই নিজেদের সুপারস্টার ক্রিকেটারকে পেতে এখন থেকেই মরিয়া।
চেন্নাই সুপার কিংসের এক শীর্ষ কর্তা সর্বভারতীয় প্রচারমাধ্যমে জানিয়েছেন, ‘‘যদি আমাদের কোনও একজন ক্রিকেটারকে ধরে রাখার নির্দেশ দেওয়া হয়, সেটা অবশ্যই ধোনি হবে। এখনও আমরা ধোনির সঙ্গে কথা শুরু করিনি। কারণ পুনের সঙ্গে এই বছরের শেষ পর্যন্ত চুক্তি রয়েছে ধোনির। তবে ধোনির সঙ্গে যোগাযোগ করা হবে শীঘ্রই।’’
শুধু ধোনিই নন, রায়না, অশ্বিন, ব্র্যাভো—পুরনো ক্রিকেটার-সহ কোচিং স্টাফকেই ফেরত আনতে চায় চেন্নাই। হেড কোচ স্টিফেন ফ্লেমিং, বোলিং কোচ অ্যান্ড্রু বিচেল এবং ফিল্ডিং কোচের পদে স্টিভ রিক্সনকে ফের প্রস্তাব দেওয়া হবে চেন্নাইয়ে আসার জন্য। চলতি সপ্তাহ থেকেই সোশ্যাল মিডিয়ায় প্রমোশনাল ক্যাম্পেন শুরু করছে সিএসকে।
ধোনি, রায়না, অশ্বিনদের খেলার ক্লিপিংস নিয়েই এই প্রমোশনাল কাজ শুরু করা হবে। কর্তাদের ধারণা, দুই বছর আইপিএল-এ অনুপস্থিত থাকলেও এখনও সিএসকে-র ব্র্যান্ড ভ্যালু একই রয়েছে। কারণ, হিসেবে সিএসকে কর্তা জানাচ্ছেন, বেশ কিছু বিজ্ঞাপন সংস্থা এখন থেকেই স্পনসরশিপের ব্যাপারে কথা বলতে শুরু করেছে।
তামিলনাড়ু ক্রিকেট লিগ শুরু হবে কয়েকদিনের মধ্যেই। ক্রিকেটের সেই উত্তাপের মধ্যেই সিএসকে নিজেদের প্রচারের কাজ শুরু করতে চলেছেন। ম্যাথু হেডেন আসছেন ধারাভাষ্য দেওয়ার কাজে। তিনিও চেন্নাইয়ের প্রমোশনাল ক্যাম্পেনিংয়ে একটি প্রশ্নোত্তর পর্বে অংশ নেবেন। পুনেতে অপমান সহ্য করা ধোনি এখন পুরনো সংসারে ফেরত আসবেন কি না, সেটাই দেখার।
গো নিউজ২৪/এএইচ
আপনার মতামত লিখুন :