বিপিএলে আশরাফুলের প্রিয় দলের নাম জানালেন

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ৩, ২০১৭, ০৪:৪১ পিএম

বিপিএলে আশরাফুলের প্রিয় দলের নাম জানালেন

২০১৩ সালে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বিতীয় আসরে ঢাকা গ্লাডিয়েটর্সের (ঢাকা ডায়নামাইটসের পূর্বের নাম) হয়ে অংশ নেয়া কালীন স্পট ফিক্সিংয়ে জড়ান বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল।  পরে আকসু কর্মকর্তাদের কাছে সরল স্বীকারোক্তিতে কৃত অপরাধ স্বীকার করে নেন তিনি।  

এরপর আকসুর নির্দেশনায় বিসিবি গঠিত ট্র্যাইব্যুনালে আশরাফুলবে ৮ বছরের সাজা দেন। পরবর্তীতে আপীলে সেই সাজা কমিয়ে ৩ বছরে আনা হয়। যার মধ্যে স্থগিত নিষেধাজ্ঞা ৫ বছরের! সেই নিষেধাজ্ঞা কাটিয়ে  জাতীয় ক্রিকেট লিগের ১৮তম আসরের মধ্য দিয়ে চলতি বছর থেকে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরেন আশরাফুল।  ঢাকা মেট্টোর হয়ে অংশ নেন তিনি।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আইনের মারপ্যাঁচে বিপিএলের পঞ্চম আসরে অংশ নিতে পারছেন আশরাফুল। বিপিএল থেকে দূরে থাকলে ঠিকই মেন্টরের ভূমিকা পালন করছেন তিনি। বিভিন্ন দলের ভুল-শুদ্ধ কিংবা প্রাপ্তি-ঘাটতি নিয়ে রোজ কাজ করে যাচ্ছেন । এমনকি গণমাধ্যমের সঙ্গে এসব নিয়ে কথা বলছেন।

এদিকে শুক্রবার (৩ নভেম্বর) দেশের ক্রিকেট বিষয়ক অনলাইন ক্রিকফেঞ্জির লাইভে এসে নিজের ব্যক্তিগত জীবন  ও ক্রিকেট নিয়ে কথা বলেন আশরাফুল। সেসময় বিপিএলে নিজের পছন্দের দলের নাম হিসেবে ঢাকা ডায়নামাইটস ও রংপুর রাইডার্সের নাম বলেন তিনি। মূল কারণ হিসেবে জাতীয় দলের সাবেক এ অধিনায়ক জানান, দল দুটি বেশ ভারসাম্যপূর্ণ।  তবে সিলেট এবং কুমিল্লা ভিক্টোরিয়ান্সের প্রশংসা করতে ভুলেননি আশরাফুল।

অনুষ্ঠানে আশরাফুল। সঞ্চালকের ভূমিকায় ছিলেন দেব্রত মুখার্জী

এছাড়া অনুষ্ঠানটিতে আশরাফুলকে বিপিএলে প্রথম ম্যাচে কারা জয়ী হতে পারে এমন প্রশ্ন করা হলে উত্তরে তিনি বলেন, সাকিবের ঢাকা ডায়নামাইটসের নাম। 

প্রসঙ্গত, এবারের আসরে অংশ নিচ্ছে মোট সাত দল। দলগুলো হচ্ছে,ঢাকা ডায়নামাইটস, চিটাগাং ভাইকিংস, কুমিল্লা ভিক্টোরিয়ান্স, রংপুর রাইডার্স, খুলনা টাইটান্স, রাজশাহী কিংস ও সিলেট সিক্সার্স।

কাল ৪ নভেম্বর সিলেট-ঢাকার মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে এবারের যাত্রা।  আসন্ন আসরকে সামনে রেখে ইতোমধ্যে সিলেট পৌঁছে গেছে অংশগ্রহনকারি দল গুলো। কাল স্বাগতিক সিলেট সিক্সার্স এর মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটস। 

এবারের আসরে ম্যাচের সংখ্যা ৪৬। প্রথম পর্ব, এলিমিনিটির, প্রথম কোয়ালিফায়ার, দ্বিতীয় কোয়ালিফায়ার ও ফাইনাল অনুষ্ঠিত হবে মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে। আর ভেন্যুর সংখ্যা তিন। 
গোনিউজ২৪/এআর

গো নিউজ২৪

Link copied!