শনিবার (৪ নভেম্বর) থেকে শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের পঞ্চম আসর। এটি ঢাকার ডায়নামাইটসের শিরোপা ধরে রাখার আসর। ইতোমধ্যে তিনবার শিরোপা জিতে নিয়েছেন ফ্রাঞ্চাইজিটি। তাই আজ নতুন মিশনে স্বাগতিক সিলেটের বিপক্ষে ব্যাট-বলের যুদ্ধে নামবে ডায়নামাইটস।
ক্রিকেটের সবচেয়ে ছোট ফরম্যাটের সেরা পারফমার বাংলাদেশ দলের বাঁ-হাতি মিডল অর্ডার ব্যাটসম্যান কাম বাঁ-হাতি অর্থোডক্স স্পিনার ‘টি-টোয়েন্টির স্পেশালিস্ট’ সাকিবের নেতৃত্বে নামবে ঢাকা ডায়নামাইটস। ইতোমধ্যে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুটি টি-টোয়েন্টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন দেশ সেরা এই ক্রিকেটার। যাতে তার নেতৃত্ব ছিল বেশ দৃষ্টিনন্দন। বিশেষ করে খেলায় বেশ পরিবর্তন ও কৌশল অবলম্বন করেন। নিজে ওয়ান ডাউনে নামা ছাড়াও বোলিংয়ে আনেন বেশ পরিবর্তন। তাই ধারণা করা যেতে ঢাকার হয়ে টপ অর্ডারে দেখা যাবে সাকিবকে।
মাঠে নামার আগে দেখে নেয়া যাক বিপিএলে ঢাকা ডায়নামাইটসের সর্বোচ্চ তিন রান সংগ্রহকারীর তালিকা
কুমার সাঙ্গাকারা:
শ্রীলঙ্কার সাবেক এই শ্রীলঙ্কার উইকেট রক্ষক ব্যাটসম্যান সবসময় ব্যাট হাতে দুর্দান্ত। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও বিশ্বের বিভিন্ন দেশের ঘরোয়া টুর্নামেন্টগুলোতে অংশ নিচ্ছেন তিনি।
ক্রিকেটে প্রিয় মুখ সাঙ্গাকারা বিপিএলে ডায়নামাইটসের জার্সিতে এখন পর্যন্ত নয়টি ম্যাচ ৩২ গড়ে ২৮৯ রান সংগ্রহ করেছেন। তার গড় দেখে অনুমেয় যে, এবারের আসরটিতেও ব্যাট হাতে লড়াইয়ের জন্য প্রস্তুত তিনি। আর ডায়নামাইটসের ভক্তরা তাকিয়ে লঙ্কান এই লিজেন্টের দিকে।
মোসাদ্দেক হোসেন সৈকত:
বাংলাদেশ জাতীয় দলের তরুণ তুর্কী বেশ কিছু মাস ক্রিকেটের বাইরে তাকলেও বিপিএল দিয়ে ফিরছেন তিনি। চোখে সমস্যা থাকায় দলের সঙ্গে দক্ষিণ আফ্রিকা সফরে যাননি তিনি। তবে সেই সমস্যা কেটে সিলেট সিক্সার্সের বিপক্ষে ফেরার কথা তার।
বাংলাদেশ প্রিমিয়ার লিগে ঢাকা ডায়নামাইটসের জার্সিতে এখন পর্যন্ত ১০ ম্যাচে ২১ গড়ে ১৮৭ রান করেছেন মোসাদ্দেক। বাংলাদেশ জাতীয় দলের মিডল অর্ডারের স্তম্ভ বলা হয় তাকে।
গোনিউজ২৪/এআর
আপনার মতামত লিখুন :