টি-টোয়েন্টি লিগ গুলোর মধ্যে আইপিএলের পরই বিপিএলের স্থান। আইপিএলের মতোই জনপ্রিয়তায় বিশ্বব্যাপি অবস্থান বিপিএলের। দেখতে দেখতে আবারও এসে পড়ল বাংলাদেশ প্রিমিয়ার লিগের পঞ্চম আসর। টি-টোয়েন্টির এ জমজমাট আসরটি প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে সিলেটে।
এবারের আসরে মোট অংশগ্রহন করছে ৭টি দল। দল গুলো হচ্ছে, ঢাকা ডায়নামাইটস, চিটাগাং ভাইকিংস, কুমিল্লা ভিক্টোরিয়ান্স, রংপুর রাইডার্স, খুলনা টাইটান্স, রাজশাহী কিংস ও সিলেট সিক্সার্স।
চলুন এক নজরে দেখেনি বিপিএলের দল গুলোর স্লোগান :
ঢাকা ডায়নামাইটস: “জিতবে ঢাকা দেখবে দেশ”
চিটাগাং ভাইকিংস: ‘‘লোডিং বদ্দাস’’
কুমিল্লা ভিক্টোরিয়ান্স: ‘‘উইন অর উইন’’
রংপুর রাইডার্স: ‘‘জয়ের লড়াই’’
খুলনা টাইটান্স: ‘‘ক্রেজি টাইটান্স’’
রাজশাহী কিংস: ‘‘কিংস অন দ্যা মোভ’’
সিলেট সিক্সার্স: ‘‘লাগলে বারি, বাউন্ডারি’’
গো নিউজ২৪/এসএম
আপনার মতামত লিখুন :