নিউজিল্যান্ডের বিপক্ষে সংগ্রামী এই পেসারের আজ অভিষেক হয়েছে। আশিষ নেহরা আগের ম্যাচ খেলে অবসর নিয়েছেন। তাই তার জায়গায় আজ অন্য একজন পেসার নিতে হয়েছে ভারতকে। কিন্তু কে জানত সেই পেসার হবেন আলোচিত দরিদ্র ঘরের সন্তান মোহাম্মদ সিরাজ!
খেলা শুরুর আগে যখন ভারতের জাতীয় সঙ্গীত পরিবেশিত হচ্ছিল তখন কাঁদছিলেন সিরাজ। নিজের দেশের হয়ে খেলতে পারবেন সেটা হয়তো কখনো ভাবেননি তিনি। আজ তার স্বপ্ন সত্যি হল।
কিন্তু মাঠে নামার পর নিউজিল্যান্ডের ব্যাটসম্যানরাও তাকে কাঁদিয়ে ছাড়ল। পিটিয়ে তুলোধুনো করল। অভিষেকেই ৪ ওভার বল করলেন তিনি। ৫টা চার ও ৩টা ছক্কা হজম করলেন। ৪ ওভারে ৫৩ রান দিয়ে নিলেন ১ উইকেট।
সিরাজের এই ব্যয়বহুল বোলিং টি-টোয়েন্টি ক্রিকেট ইতিহাসের বাজে বোলারদের তালিকায় স্থান করে নিয়েছে । টি-২০ ক্রিকেট ইতিহাসে অভিষেকে সবচেয়ে বাজে বোলারদের তালিকায় তিনি তৃতীয়। তার সামনে রয়েছেন জগিন্দর শর্মা ও জেমস অ্যান্ডারসন। অভিষেকে ৫৭ রান দিয়েছিলেন জগিন্দর শর্মা। আর জেমস অ্যান্ডারসন ৪ ওভারে দিয়েছিলেন ৬৪ রান! সুত্র ঃ ক্রিকইনফো
গো নিউজ ২৪/ এ আই
আপনার মতামত লিখুন :