শুনতে চাও, নারী কি চায়?

সাদিয়া আফরিন

প্রকাশিত: এপ্রিল ১২, ২০১৯, ০১:১২ পিএম

শুনতে চাও, নারী কি চায়?

জীবনের নাট্যমঞ্চে নারীর উপস্থিতি যেন 
শুধুই নীরব দর্শকের চরিত্রে 
অভিনয় করা।
কেননা সে যে নারী!
বিষাদ ছুঁয়ে যাওয়া উঠোনে তার ইচ্ছের বীজগুলি কখনো
চারাগাছ হয়ে জন্মানোর 
জায়গা পায়নি।
কারণ সে তো নারী! 
তার ইচ্ছের দাম দেবার সময় কই এই পুরুষতান্ত্রিক সমাজের!
নিজের স্বপ্নগুলি সে বিসর্জন দিয়ে পুষ্পে-মাল্যে
এই পুরুষের স্বপ্নগুলি বরণডালাতে স্থান দেয়।
হ্যা,তাকে তো দিতেই হবে!
কেননা তার অস্তিত্ব যে শুধুই বিসর্জনের জন্যই।
সে যে নারী!

হ্যা,হয়তো এর বিরুদ্ধে এই পুরুষতান্ত্রিক সমাজ বলবে,
"আমরা নারীকে স্বাধীনতা দিয়েছি,
পুরুষের সাথে কাধে কাধ মিলিয়ে চাকরি করতে দিয়েছি,
নারীর সম্মানার্থে 'নারী দিবস' দিয়েছি,
নারী পুরুষের সমানাধিকার দিয়েছি!
তবে আর কী চায় নারী!?"

আমি সমাজকে বলবো,
"তোমরা নারীকে "স্বাধীনতা" শব্দটুকু দিয়েছো
কিন্তু নারীকে স্বাধীন হতে দাওনি!
অমানুষরুপী মানুষদের হিংস্রতা 
থেকে মুক্তি দাওনি!
গত হয়েছে তনু!
আজ নুসরাত!
আগামীতে হয়তোবা আমিই হবো 
তোমাদের ক্ষুধা নিবারণের খাদ্য!
একেই কি তোমরা বলো স্বাধীনতা?
হ্যা, 
নারীকে তোমরা চাকরি দিয়েছো
কিন্তু মাস শেষে সেই নারীকে বাধ্য করেছো
তার উপার্জনটুকু তোমাদের মতোই পুরুষের হাতে তুলে দিতে।
কারণ,এই তোমরা,
পুরুষেরাই যে সংসারের প্রাধান দেবতা!
নারী কে!?
সে তো অবলাজাতি!
নারী স্বীকার করে তার সম্মানার্থে
পালিত "নারী দিবস"।
অথচ এই তোমরাই দিবসে নারীকে দেখিয়েছো মিথ্যে সম্মান,
আর রজনীতে করেছো তোমাদেরই নেশার বস্তু!
তোমরা শুধু নারী পুরুষের সমানাধিকারের ১টি আইন 
সংবিধানে স্বীকৃতি দিয়েছো।
কিন্তু নারীকে করেছো শুধুই অবহেলা!
তাহলে শুনতে চাও তোমাদের এত দানের পরেও
নারী আর কী চায়!?"

তাহলো শোনো,
এই পুরুষতান্ত্রিক সমাজে নারী ১টা স্বপ্ন চায়,
নারী হিংস্র পশুদের হিংস্রতা থেকে মুক্তি চায়,
নারী নিজ উপার্জনটুকু ভোগ করতে চায়,
নারী আগুনে দগ্ধ হয়ে নয়-
সসম্মানে মৃত্যুকে বরণ করতে চায়।
রাস্তায়,বাসে,ট্রেনে,ট্রামে -
নারী একটু নিরাপত্তা চায়।
নারী শুধুই একটু ভালো থাকতে চায়।

এত গঞ্জনা, বঞ্চনা, অবমাননার পরেও নারীকে
তার চাওয়া পাওয়াকে একটু মূল্য দিও,
দেখবে 
এই অবলাজাতি!এই করুণাময়ী! 
তোমাদের হাসিমুখে বরণ করে নেবে।

~ সাদিয়া আফরিন

গো নিউজ২৪

Link copied!