কিভাবে কৃতজ্ঞতা জানাতে হয়, শিশুদের শেখাচ্ছে ‍‍`ওমেন্স কর্নার‍‍`

নিজস্ব প্রতিনিধি:

প্রকাশিত: জুন ২২, ২০১৯, ০৭:০৮ পিএম

কিভাবে কৃতজ্ঞতা জানাতে হয়, শিশুদের শেখাচ্ছে ‍‍`ওমেন্স কর্নার‍‍`

একটা সময় ছিলো, কেউ কারো উপকার করলে উপকৃত ব্যক্তি সেই বিষয়টি মনে রাখতেন। বিপদের সময় পাল্টা উপকার করার চেষ্টা করতেন। যদি কোনভাবেই উপকার করতে না পারতেন, তাহলে তার দ্বারা যেন সেই ব্যক্তির কোন ক্ষতি না হয় সেই বিষয়টি খেয়াল রাখতেন।

তবে এখন সময় বদলেছে, বদলেছে মানুষও!এখন কারো উপকার করলে উপকৃত ব্যক্তি বাঁকা নয়নে তাকায়। উপকার করার পিছনে কারণ খোঁজে। বিনা স্বার্থে কেউ কারো উপকার করতে পারে বর্তমানে তা অবিশ্বাস্য।

শিক্ষিত এবং ভদ্র সমাজের মানুষের মধ্যেই যখন এমন চরিত্র দেখা যায়, তখন সুবিধাবঞ্চিত মানুষের কথা আর কি বলবো! সুবিধাবঞ্চিত শব্দটা উচ্চারণ করার সাথে সাথে শিশুদের কথা আগে মনে আসে।

ওমেন্স কর্নার অনেকদিন ধরে সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে কাজ করছে। তাদেরকে নৈতিক শিক্ষার পাশাপাশি, স্বাস্থ্য সচেতনতা, সমাজের নানান কার্যক্রম সম্পর্কে সচেতন করে তোলা, গুড টাচ/ব্যাড টাচ সম্পর্কে ধারণা দেওয়া, বয়ঃসন্ধিকালীন কাউন্সিলিং, সুস্থ এবং সচেতন জীবনযাপন সম্পর্কে ধারণা দেওয়া ইত্যাদি সহ সৃজনশীলতার চর্চা করানো হচ্ছে।

তারই ধারাবাহিকতায় শুক্রবার (২১ জুন) বাচ্চাদের সাথে সেশনের বিষয় ছিলো কৃতজ্ঞতা প্রকাশ করা। কৃতজ্ঞতা শব্দটার সাথে তারা পরিচিত নয়। তাই তারা কখনো কাউকে ধন্যবাদ দিয়েছে কিনা!কেন দিয়েছে! বা কখন কখন মানুষকে ধন্যবাদ দেওয়া উচিত এমন সহজ এবং প্রাইমারি কিছু আলোচনা করা হয়েছে। কৃতজ্ঞতা নিয়ে বাচ্চাদের সাথে আরো দুই একটা সেশন চলবে।

ওমেন্স কর্নারের লক্ষ্য হচ্ছে সুবিধাবঞ্চিত এই শিশুদের যতটা সম্ভব সামাজিক, পারিবারিক, নৈতিক শিক্ষায় শিক্ষিত করে একটি সুস্থ জীবনযাপনের জন্য যতটুকু সচেতনতার প্রয়োজন সেভাবে তাদেরকে যথাসাধ্য সচেতন করে তোলা। পাশাপাশি তাদের সুপ্ত প্রতিভাকে সবার সামনে তুলে ধরা।

ওমেন্স কর্নারের ওয়েবসাইট : https://www.womenscorner.com.bd/
ফেসবুক পেজ : https://www.facebook.com/womencornerbd
ফেসবুক গ্রুপ : https://www.facebook.com/groups

গো নিউজ২৪/আই

গো নিউজ২৪

Link copied!